ভ্যাপসা গরমের মধ্যে ঢাকায় স্বস্তির বৃষ্টি


দিনভর ভ্যাপসা গরমে অতিষ্ঠ রাজধানীবাসীর জন্য মঙ্গলবার বিকেলে বৃষ্টি স্বস্তি বয়ে এনেছে। ঢাকার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিনে থেমে থেমে কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।
সকাল থেকে রাজধানীর আকাশ ছিল পরিষ্কার এবং সূর্যের তাপ অনেক বেশি ছিল। দুপুরে হঠাৎ আকাশে মেঘ জমতে শুরু করে। বিকাল পোনে ৪টার দিকে রাজধানীর পান্থপথ, কলাবাগান, শুক্রাবাদ, রাজাবাজার, ধানমন্ডি, কাওরান বাজার, গ্রিন রোডসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর ভারতে বিস্তৃত থাকায় মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে।
এভাবে হঠাৎ বৃষ্টিতে রাজধানীবাসী কিছুটা স্বস্তি পেলেও আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগামী কয়েকদিনে আবহাওয়া অনিশ্চিত থাকবে।
ভিওডি বাংলা/জা