• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স

৪ জন কে জরিমানা

তাড়াশ চলনবিলে শামুক নিধনে ভ্রাম্য আদালত

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চলনবিলে নির্বিচারে শামুক ঝিনুক নিধনের অপরাধে ভ্রাম্য আদালত পরিচালনা করে ৪ বিক্রেতা  জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কুন্দইল বাজারে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ জেড এম নাহিদ হোসেনের নেতৃত্বে উপজেলার কুন্দইল বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। 

এ সময় চলনবিলের জীববৈচিত্র্য ধ্বংসে শামুক ঝিনুক আহরোন করার  কাজে নিয়োজিত থাকায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে উপজেলার কুন্দইল গ্রামের বাসিন্দা গোলাম হোসেনের ছেলে মো: রিপন (৩০), আমির হোসেনের ছেলে মো: আব্দুর রশিদ (১৮), দিঘী সগুনা গ্রামেরে বাসিন্দা আবু বক্কারের ছেলে মো: আসলাম(৪৫) ও মোশারফ হোসেনের ছেলে মো: আবুল কালাম (৩৫) কে দোষী সাব্যস্থ করে প্রত্যককে নগদ দুই হাজার টাকা করে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত শামুক চলনবিলে অবমুক্ত করা হয়।

এ  সময় উপস্থিত ছিলেন বন কর্মকর্তা জাহাঙ্গীর কবির, মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন, ফায়ার সার্ভিসের টিম লিডার  কামরুজ্জামান ও তাড়াশ থানার উপ পরিদর্শক আলমগীর হোসেন সহ অন্যারা।

উল্লেখ্য, মৎস্য ও হাঁসের খামারীরা প্রতিদিন চলনবিল  এলাকা থেকে টন কে টন শামুক ঝিনুক আহরোন করে পাইকারী দরে বিক্রি করার জন্য গড়ে তোলা হয়েছে বিভিন্ন পয়েন্ট। এখান থেকে ট্রাক যোগে পাইকাররা দেশের বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে খামারীদের কাছে বিক্রি করে থাকেন। এতে করে চলনবিলের প্রাণবৈচিত্র্য ও কৃষিতে নেতীবাচক প্রভাব পরছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুইমারাতে সহিংসতার ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
গুইমারাতে সহিংসতার ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
পাবনায় ভাইকে বাঁচাতে বান্ধবীকে ফাঁসানোর অভিযোগ
পাবনায় ভাইকে বাঁচাতে বান্ধবীকে ফাঁসানোর অভিযোগ
গৌরীপুরে মহাঅষ্টমীতে ৫৫টি পূজামণ্ডপে কুমারী পূজা সম্পন্ন
গৌরীপুরে মহাঅষ্টমীতে ৫৫টি পূজামণ্ডপে কুমারী পূজা সম্পন্ন