‘আমরা সবাই বাংলাদেশি, দেশের হয়ে খেলতে এসেছি’


এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হয়েছে। তবে ঝড়ো বৃষ্টির কারণে অনুশীলন কিছুটা বিঘ্নিত হয়েছে। জাতীয় দলের গোলকিপার মিতুল মারমা জাতীয় দলের পাশাপাশি খাগড়াছড়িতে ঘটে যাওয়া ঘটনায়ও মন্তব্য করেছেন।
মিতুল বলেন, “শুধু পাহাড় নয়, দেশের কোনও জায়গায় এমন ঘটনা হওয়া উচিত নয়। তাই স্ট্যাটাস দিয়েছিলাম। আমরা সবাই বাংলাদেশি। এখন আমি দেশের জন্য খেলার জন্য এখানে এসেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে দেশের জন্যই ভালো।”
বর্তমান দলে ২৯ জন খেলোয়াড় রয়েছেন, তাই প্রতিদ্বন্দ্বিতা খুব বেশি। মিতুল চোটের কারণে নেপালের বিপক্ষে খেলতে পারেননি। হংকং ম্যাচে তিনি ভালো করার লক্ষ্য নিয়েছেন। তিনি বলেন, “নেপালের বিপক্ষে খেলতে পারিনি, তাই হংকংয়ের বিপক্ষে দেশের হয়ে ভালো কিছু করতে চাই। সব পজিশনে প্রতিদ্বন্দ্বিতা অনেক। খামখেয়ালি থাকার সুযোগ নেই। আমি আমার সর্বোচ্চটা দেব। হোম ম্যাচ গুরুত্বপূর্ণ, চেষ্টা করবো দুটো ম্যাচই জেতার।”
মিডফিল্ডার সোহেল রানা বলেন, “আমরা ঘরের মাঠে ম্যাচ জিততে চাই। সমর্থকদের উৎসাহ আমাদের জন্য বড় প্রেরণা। কোয়ালিফাই করতে হলে এই ম্যাচটি গুরুত্বপূর্ণ। যেভাবেই হোক, জিততেই হবে।”
সোহেল আরও বলেন, “হংকংয়ের বিপক্ষে আমাদের করতে হবে যেসব কাজ, সেগুলো সঠিকভাবে করতে না পারলে কঠিন হয়ে যাবে। আমাদের মধ্যে আত্মবিশ্বাস আছে, আমরা জেতার মতো দল।”
ভিওডি বাংলা/জা