• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান

কুষ্টিয়ায় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক পূজামন্ডপ পরিদর্শন

কুড়িগ্রাম প্রতিনিধি    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে । কুষ্টিয়া জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক, নুসরাত তাবাসসুম।

সোমবার ও মঙ্গলবার দুই দিন ব্যাপী জাতীয় নাগরিক পার্টির কুষ্টিয়া জেলার আয়োজিত  পূজা মন্দির পরিদর্শন কর্মসূচীর প্রথমদিনে ভেড়ামারা থেকে খোকসা পর্যন্ত ৫টি উপজেলায় ৮টি মন্দিরে শুভেচ্ছা বিনিময় শেষে প্রীতি উপহার পৌঁছে দেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জনাব নুসরাত তাবাসসুম। 

দ্বিতীয় দিনের কর্মসূচিতে নুসরাত তাবাসসুম নিজ উপজেলা দৌলতপুর উপজেলা খলিসাকুন্ডি দাসপাড়া সর্বজনীন কালী মন্দির,
মথুরাপুর শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দির,ডাংমড়কা শ্রী শ্রী সন্ধ্যা রানী সার্বজনীন দূর্গা মন্দিরগুলো পরিদর্শন করেন। 
এ সময় কুষ্টিয়া জেলা জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুব শক্তি এবং ছাত্র সংসদের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় এবং আর্থিক প্রীতি উপহার পৌঁছে দেন।

এই সময় উপস্থিত ছিলেন, দৌলতপুরের এনসিপি নেতা মো. আব্দুল হালিম, কুষ্টিয়া জেলা যুবশক্তির প্রতিনিধি মো. নাজমুল হুসাইন, জেলা ছাত্র সংসদের সদস্য সচিব সায়েদ ইসলাম শ্রেষ্ঠ, দৌলতপুর ছাত্রনেতা পিয়াস ইবনে সানাসহ জেলা ও উপজেলা জাতীয় নাগরিক পাটির নেতাকর্মীরা।

এই সময় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক, নুসরাত তাবাসসুম। পূজার বিষয়ে খোঁজখবর নেন এবং যেকোনও প্রতিবন্ধকতা দূরীকরণে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তিনি পূজামণ্ডপ ও মন্দিরের সার্বিক নিরাপত্তায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং দর্শনার্থীরা যেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে পূজার আয়োজনে যোগ দিতে পারেন সে ব্যাপারে দিক-নির্দেশনা প্রদান করেন। 

মন্দির পরিদর্শন করে নুসরাত তাবাসসুম বলেন, বাংলাদেশে যে-কোনো ভেদাভেদের উর্ধ্বে সকল মানুষের পরিচয় তারা বাংলাদেশী। সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া-দৌলতপুরের সাধারণ জনগণকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে স্বস্তিপূর্ণ অবস্থানের জন্য ধন্যবাদ। শান্তি ও নিরাপত্তা রক্ষায় এনসিপি সব সময় মানুষের জন্য নিবেদিত থাকবে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমারখালীতে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা শ্বশুরের
কুমারখালীতে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা শ্বশুরের
তাড়াশ চলনবিলে শামুক নিধনে ভ্রাম্য আদালত
তাড়াশ চলনবিলে শামুক নিধনে ভ্রাম্য আদালত
বগুড়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
বগুড়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা