বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নাসীরুদ্দীন

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) ব্যাখ্যা দিতে হবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ব্যাখ্যা না দিলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন এনসিপি নেতা।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আগাম নির্বাচনের আগে নিরপেক্ষ সদস্যদের রেখে বাকিদের পদত্যাগ করতে হবে। তিনি অভিযোগ করেন, সিইসি এ এম এম নাসির উদ্দিন ভদ্র ভাষায় কথা বললেও তার কার্যকলাপে নিরপেক্ষতার অভাব রয়েছে।
তিনি আরও বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানে থেকে সিইসির উচিত নিরপেক্ষ থাকা। কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা বা ব্যাখ্যা দিতে অস্বীকৃতি জানানো গ্রহণযোগ্য নয়। “শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে এবং জবাবদিহির আওতায় আসতে হবে,” মন্তব্য করেন তিনি।
সিইসি যদি জবাবদিহির আওতায় না আসেন, তাহলে নির্বাচন কমিশন ঘেরাও করে তাকে পদত্যাগে বাধ্য করার ঘোষণা দেন এনসিপি মুখ্য সমন্বয়ক।
এছাড়া তিনি দাবি করেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিষয়ে জাতিসংঘের রিপোর্টে প্রমাণ রয়েছে, চাইলে সরকার এখনই এই দলগুলো নিষিদ্ধ করতে পারে। একই সঙ্গে কয়েকজন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ আছে বলেও উল্লেখ করেন তিনি। নাসীরুদ্দীন জানান, উপদেষ্টাদের দুর্নীতির বিরুদ্ধে শিগগিরই শ্বেতপত্র প্রকাশ করবে এনসিপি।
ভিওডি বাংলা/ আরিফ







