৪ দিনের ছুটি শুরু, সায়েদাবাদে যাত্রীদের ভিড়


দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে রাজধানীতে টানা চার দিনের ছুটি শুরু হয়েছে। এই ছুটিতে ঢাকা ছাড়তে বুধবার (১ অক্টোবর) ভোর থেকেই রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় যাত্রীদের ভিড় দেখা যায়।
তবে ভোর থেকে বৃষ্টির কারণে প্রথমদিকে যাত্রী সংখ্যা কিছুটা কম ছিল বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমায় বাড়তে থাকে যাত্রীদের চাপ।
সায়েদাবাদ বাস টার্মিনালের টিকিট বিক্রেতাদের মতে, টানা ছুটি থাকায় মঙ্গলবার বিকেল থেকেই যাত্রীর চাপ বাড়তে শুরু করে। সন্ধ্যার পর চাপ আরও বেড়ে যায়। বুধবার সকালেও বৃষ্টির কারণে অনেকে ঘর থেকে বের হতে পারেননি, তবে বৃষ্টি থামার পর যাত্রীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে।
সকাল থেকে টার্মিনাল ঘুরে দেখা গেছে, শ্যামলী, গোল্ডেন লাইন, টুঙ্গীপাড়া এক্সপ্রেস, ইমাদ পরিবহন, হানিফ, ইউনিক, হিমাচল, ইকোনো, জোনাকি সার্ভিসসহ বিভিন্ন পরিবহনের কাউন্টারে যাত্রীদের আনাগোনা ছিল। তবে যাত্রাবাড়ীর দোলাইপাড় এলাকায় ভিড় ছিল বেশি। রেলগেটের পাশ থেকে যাত্রীতে পূর্ণ হলেই একের পর এক বাস ছাড়তে দেখা গেছে বিভিন্ন রুটে।
কুমিল্লা রুটের তিশা পরিবহনের কর্মী শহিদুল ইসলাম বলেন, “যাত্রী আছে, তবে আশানুরূপ নয়। বৃষ্টির কারণে অনেকে ঘর থেকে বের হতে পারেননি।”
জোনাকি সার্ভিসের টিকিট কাউন্টারের কর্মকর্তা মোর্শেদ আলম বলেন, “আমাদের গাড়ি নোয়াখালী, রায়পুর, লক্ষ্মীপুর রুটে চলে। কিছু যাত্রী উঠছে, কিন্তু চাপ তেমন নেই। মূলত বৃষ্টির কারণে অনেকে বের হতে পারেননি। আশা করছি বৃষ্টি থেমে গেলে যাত্রী বাড়বে।”
রায়পুরগামী যাত্রী মো. জসিম উদ্দিন বলেন, “ইচ্ছা ছিল ভোরে বের হবো, কিন্তু মহিলা ও বাচ্চাদের নিয়ে বৃষ্টিতে বের হওয়া সম্ভব হয়নি। এখন এসেছি, গাড়ি সহজেই পাওয়া যাচ্ছে, কোনো সমস্যায় পড়তে হচ্ছে না।”
উল্লেখ্য, বুধবার ও বৃহস্পতিবার (১ ও ২ অক্টোবর) দুর্গাপূজার সরকারি ছুটি, শুক্রবার ও শনিবার (৩ ও ৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি মিলে টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ছিল শেষ কর্মদিবস, আর রোববার (৫ অক্টোবর) থেকে পুনরায় অফিস শুরু হবে।
ভিওডি বাংলা/জা