৭ বছরের মধ্যে প্রথম
শাটডাউন ঠেকাতে ব্যর্থ মার্কিন কংগ্রেস


ওয়াশিংটন-শেষ পর্যন্ত শাটডাউন ঠেকাতে পারেনি মার্কিন কংগ্রেস। সূত্র অনুযায়ী সিনেট শেষ মুহূর্তে তহবিল বিল পাস করতে ব্যর্থ হওয়ায় স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মার্কিন ফেডারেল সরকারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেছে। খবর বিবিসি ও এএফপি।
ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকেই মার্কিন ফেডারেল সরকারের শাটডাউন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এর ফলে এখন লাখ লাখ কর্মী অবৈতনিক ছুটিতে থাকবেন এবং অনেক সরকারি কর্মসূচি ও পরিষেবা বন্ধ হয়ে যাবে।
রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেট সরকারি ব্যয় বিল পাস করতে ব্যর্থ হওয়ার কয়েক ঘন্টা পরেই এই শাটডাউন শুরু হলো। ২০১৮ সালের পর এটাই প্রথম সরকারি শাটডাউন এবং এতে অপ্রয়োজনীয় কর্মীদের অবৈতনিক ছুটিতে রাখা হবে।
মঙ্গলবার মার্কিন সিনেটে মধ্যরাতের সময়সীমা অতিক্রম করে তহবিল বাড়ানোর জন্য ভোট ব্যর্থ হওয়ায় এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল কর্মীদের অপসারণের মেয়াদ বাড়ানোর হুমকি দেওয়ার পর মার্কিন সরকার একটি সরকারি শাটডাউনের দিকে ঝুঁকে পড়ে।
শাটডাউন ঠেকাতে প্রয়োজনীয় ৬০টি ভোটের মধ্যে ৫৫-৪৫ ভোটের ব্যবধানে বিল পাসে ব্যর্থ হয় সিনেট। শেষ মুহূর্তের সমাধান অসম্ভব বলেই মনে হচ্ছিল, কারণ রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা তাদের বিভেদ দূর করার কোনো লক্ষণই দেখাতে পারেনি।
এই পরিস্থিতির জন্য ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা উভয়ই একে অপরকে দোষারোপ করা শুরু করেছে। ডেমোক্র্যাটরা জোর দিয়ে বলেছেন, যেকোনো ব্যয় বিলের মধ্যে অতিরিক্ত স্বাস্থ্যসেবা ভর্তুকি অন্তর্ভুক্ত করা উচিত, অন্যদিকে রিপাবলিকানরা জোর দিয়ে বলেছেন যে দু'টি বিষয় আলাদাভাবে মোকাবিলা করা উচিত।
সাম্প্রতিক ঘটনায় শাটডাউনের অর্থনৈতিক ও প্রশাসনিক প্রভাব কী হবে তা স্পষ্ট হওয়া পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থা কার্যক্রম সংরক্ষণ ও জরুরি পরিষেবার কার্যক্রম বজায় রাখার জন্য নির্দেশনা জারি করেছে। সরকারি অর্থায়ন আলোচনা চলাকালে কস্ট-সেন্টারগুলো ও জনসাধারণের সেবা সংক্রান্ত থাকাবস্থায় পরিবর্তনের বিষয়ে আরও তথ্য সামনে আসবে।
ভিওডি বাংলা/জা