নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট


নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজটের কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে যানজট চলছিল।
জানা গেছে, বৃষ্টি ও দড়িকান্দি এলাকায় গাড়ি বিকল হওয়াতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও যানবাহন চালকরা দীর্ঘক্ষণ একই স্থানে দাঁড়িয়ে রয়েছেন। অল্প দূরত্বের যাত্রীরা হেঁটেই গন্তব্যে যাচ্ছেন।
যানজটে আটকের ইয়াছিন আরাফাত জানান, ‘যানজট লাঙ্গলবন্দ হতে চিটাগাংরোড ছাড়িয়ে গিয়েছে বলে শুনেছি। অনেক সময় থেকে আটকে আছি।’
শরীফ নামের আরেকজন বলেন, ‘অনেকক্ষণ ধরে কাঁচপুরেই বসে রয়েছি, গাড়ির চুল পরিমাণ নড়চড় নেই। কতক্ষণ লাগবে আল্লাহ জানেন।’
এ বিষয় শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, ‘দড়িকান্দি এলাকায় রড বহনের বড় একটি গাড়ি বিকল হওয়াতে যানজট সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি গাড়িরও দ্বিগুণ চাপ রয়েছে। সাইনবোর্ড ছাড়িয়ে গিয়েছিল যানজট। যানজট কমতে শুরু করেছে।’
যাত্রীরা জানান, দীর্ঘ সময় ধরে একই স্থানে দাঁড়িয়ে থাকতে হয়েছে। অনেকে অল্প দূরত্ব হেঁটেই যাত্রা করছেন। ইয়াছিন আরাফাত বলেন, “যানজট লাঙ্গলবন্দ থেকে চিটাগাং রোড পর্যন্ত ছড়িয়ে গেছে, অনেক সময় ধরে আটকে আছি।” শরীফ বলেন, “কাঁচপুরে অনেকক্ষণ বসে আছি, গাড়ি প্রায় নড়চড় করছে না, কতক্ষণ লাগবে আল্লাহই জানেন।”
ভিওডি বাংলা/জা