ডিমলায় মন্দির কমিটির সাথে তুহিনের শারদীয় শুভেচ্ছা বিনিময়


সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীর ডিমলায় এক প্রাণবন্ত শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় উপজেলার ৭৬টি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি এবং নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের অডিটোরিয়াম হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তুহিন চৌধুরী ধর্মীয় সম্প্রীতির অনন্য উদাহরণ তুলে ধরেন। তিনি হিন্দু সম্প্রদায়ের প্রতি তার আন্তরিকতা প্রকাশ করে বলেন, নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য সর্বাত্মক সহযোগিতা থাকবে।
তিনি তার বক্তব্যে "ধর্ম যার যার, রাষ্ট্র সবার"এই নীতির প্রতি গুরুত্বারোপ করে সবাইকে একসাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পরে তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মন্দিরের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। তুহিন চৌধুরীর এই অনুদান উপস্থিত মন্দির কমিটির নেতৃবৃন্দের মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার করে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, ডিমলা উপজেলা শাখার আহ্বায়ক বাবু উৎপল কান্তি এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—নীলফামারী জেলা বিএনপির আহবায়ক কমিটির উপদেষ্টা ও ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সদ্য সাবেক উপজেলা সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তুহিন চৌধুরীর সহধর্মিণী তামান্না ইসলাম এবং ৭৬টি মন্দির কমিটির সভাপতি-সম্পাদকবৃন্দ। সমগ্র অনুষ্ঠানজুড়ে এক আন্তরিক, সৌহার্দ্যময় ও সম্প্রীতির পরিবেশ বিরাজ করে।
ভিওডি বাংলা/ এমএইচ