ঘরের মাঠে নারী বিশ্বকাপে জয় শুরু ভারতের


নিজেদের মাঠে নারী ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সহজ জয় তুলে নিল ভারত। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কাকে ৫৯ রানে হারিয়েছে ভারত।
ভারতের নির্ধারিত ৫০ ওভার ম্যাচে ৮ উইকেটে ২৬৯ রান সংগ্রহের জবাবে, বৃষ্টিবিঘ্নিত শ্রীলঙ্কার ইনিংস ৪৫.৩ ওভারে থেমে যায় ২১১ রানে। শ্রীলঙ্কার লক্ষ্য ছিল ২৭১ রান।
গৌহাটিতে টস জিতে শ্রীলঙ্কাকে ফিল্ডিংয়ে পাঠায় ভারত। শুরুতে ভালো স্কোর করলেও মিডল অর্ডার ব্যর্থতায় ভারত তাড়াতাড়ি রান বাড়াতে পারেনি। হারলিন দেওল ৬৪ বলে ৪৮, দিপ্তি শর্মা ৫৩ এবং আট নম্বর ব্যাটার আমানজত কাউর ৫৬ বলে ৫৭ রানের ইনিংস খেলেন। শ্রীলঙ্কার ইনোকা রানাভিরা ৪৬ রানে ৪ উইকেট নেন।
জবাবে শ্রীলঙ্কা ২ উইকেটে ১০৩ রান তোলার পরও নিয়মিত উইকেট হারাতে থাকে এবং ম্যাচে টিকে থাকতে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক ওপেনার চামারি আতাপাত্তু, ৪৩ রান। ভারতের দিপ্তি শর্মা ৫৪ রানে ৩টি উইকেট শিকার করেন।
ভিওডি বাংলা/জা