নবাবগঞ্জে দূর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন নুরুজ্জামান


হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা। আড়ম্বরপূর্ণভাবে উৎসবটি পালন করছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার অধিবাসীরা। নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানে কাজ করছে দেশের বৃহত্তম বাহিনী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সারাদেশের ন্যায় নবাবগঞ্জ উপজেলার ৬৯ টি পূজামণ্ডপে নিরাপত্তা দিচ্ছে আনসার-ভিডিপি সদস্যরা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ) সন্ধায় মাঠ পর্যায়ে আনসার-ভিডিপি এর কার্যক্রম পরিদর্শনে আসেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোঃ আহসান উল্লাহ পরিচালক ৩৩ আনসার ব্যাটালিয়ন হিলি হাকিমপুর, ও মোঃ নুরুজ্জামান জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিনাজপুর।
তিনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অংশীজনের সাথে উৎসাহ-উদ্দীপনা এবং নির্বিঘ্নে পুজা উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং পূজামণ্ডপ সমূহের নিরাপত্তা রক্ষায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ সহ মোতায়েনকৃত আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনে সর্বদা সর্বোচ্চ সচেষ্ট থাকার নির্দেশনা প্রদান করেন।
আনসার-ভিডিপি সদস্যদের কার্যক্রম দেখে এবং পূজামণ্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকেরা আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব নিয়ে প্রশংসা করায় জেলা কমান্ড্যান্ট মোঃ নুরুজ্জামান সন্তোষ প্রকাশ করেন। পরে উপজেলার মন্দিরগুলো পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ নুরুজ্জামান উপজেলা আনসার ও আরও সাথে ছিলেন সহকারী পরিচালক ৩৩ আনসার ব্যাটালিয়ন হিলি হাকিমপুর, নবাবগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ রেজেনা পারভিন আক্তার ও জেলার আনসার ফোর্স সহ উপজেলার প্রশিক্ষক বৃন্দ।
ভিওডি বাংলা/ এমএইচ