রাজবাড়ীতে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক


শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজবাড়ী পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) সুলতানা আক্তার এবং পুলিশ সুপার (এসপি) মো. কামরুল ইসলাম।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পৌর এলাকার রাধা গোবিন্দ জিউর মন্দির, আমতলা পূজামণ্ডপ, টিএনটি পাড়া মণ্ডপ ও জমিদার বাড়ি মণ্ডপসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ ঘুরে দেখেন। এসময় জমিদার বাড়ি মণ্ডপে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন তারা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পূজামণ্ডপ কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক খোঁজখবর নেন।
তারা বলেন,"শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় সজাগ রয়েছে। উৎসব যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়, সেজন্য প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।”
এসময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অনিন্দিতা বাণী গুহ, সদস্য সচিব বাবলু চক্রবর্তীসহ পূজা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
ভিওডি বাংলা/ এমএইচ