সমালোচনার মাঝেই বড় সুখবর পেলেন সাকিব


ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যুব ও ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দেন, বাংলাদেশের জার্সিতে আর খেলার সুযোগ নেই তার। সব মিলিয়ে যখন সময়টা প্রতিকূল যাচ্ছিল, তখনই কানাডা থেকে এলো সুখবর।
কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে সাকিবকে। বাংলাদেশি এই অলরাউন্ডারকে আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী ৮ অক্টোবর পর্দা উঠবে কানাডার সুপার সিক্সটি আসরের। ১০ ওভারের এই টুর্নামেন্টটি চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।
সাকিব ছাড়াও মন্ট্রিয়াল টাইগার্সের জার্সিতে খেলতে দেখা যাবে জশ ব্রাউন, ইসুরু উদানা ও অ্যান্ড্রু টাইদের। কানাডার এই লিগে বিশ্ব ক্রিকেটের বেশ কিছু তারকা ক্রিকেটারকে দেখা যাবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় মুখ কুইন্টন ডি কক, অ্যালেক্স হেলস, রহমানউল্লাহ গুরবাজ, মঈন আলি ও সিকান্দার রাজারাও নাম লিখিয়েছেন এই আসরে।
এক নজরে মন্ট্রিয়াল টাইগার্সের স্কোয়াড: সাকিব আল হাসান, জশ ব্রাউন, টম মুরস, নিক হবসন, ইসুরু উদানা, রায়ান হিগিন্স, অ্যান্ড্রু টাই, জুনায়েদ সিদ্দিকী, ব্র্যাডলি কারি, বেন মেনেনতি, দিলপ্রীত বাজওয়া, আন্স প্যাটেল, শ্রেয়াস মুভভা, গুরসাহিব সিং ও পদম জোশি।
ভিওডি বাংলা/জা