• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক    ১ অক্টোবর ২০২৫, ০৩:১১ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাসহ অভিযুক্ত প্রত্যেকের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই।

বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

জাহিদ হোসেন বলেন, আওয়ামী লীগকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তার মন্তব্য, গণহত্যার দায়ে অভিযুক্ত দলটির কার্যক্রম সচল হওয়া বা নির্বাচনে অংশ নেয়া নিয়ে মোটেও ভীত নয় গণতন্ত্রের পক্ষের শক্তিরা।
 
তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত জনগণকে নিতে হবে। গণহত্যা, লুটপাট, নির্যাতন ও সব ধরনের অপকর্মের জন্য পতিত আওয়ামী লীগকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

এদিকে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়েছে কি না এবং তারা আবার ফিরবে কি না–এ নিয়ে যুক্তরাষ্ট্রে সফররত প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎকার ঘিরে বর্তমানে দেশজুড়ে আলোচনা-সমালোচনা চলছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী
খিলগাঁওয়ে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদের নির্বাচনী মিছিলে জনতার ঢল
খিলগাঁওয়ে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদের নির্বাচনী মিছিলে জনতার ঢল
নির্বাচনে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না জনগণ: নজরুল ইসলাম খান
নির্বাচনে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না জনগণ: নজরুল ইসলাম খান