বিদায়ের সুরে ভরে উঠছে পূজামণ্ডপগুলো


শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন মহানবমী। দিনটি শুরু হয়েছে দেবী দুর্গার মহানবমী বিহিত পূজা দিয়ে। নবমীর পূজা শেষ হওয়ার পর থেকেই দেবী বিদায়ের সুরে ভারাক্রান্ত হয়ে উঠেছে রাজবাড়ীর প্রতিটি পূজামণ্ডপ।
বুধবার (০১ সেপ্টেম্বর) সকালে নবমীর তর্পণে দেবীর মহাস্নান এবং ষোড়শ উপাচারে পূজা সম্পন্ন হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মহাআরতি। পুরোহিতদের মতে, মহানবমীতে ভক্তদের দেওয়া ষোড়শ উপাচারের পাশাপাশি ১০৮টি নীলপদ্ম, নীলকণ্ঠ ফুল, নীল অপরাজিতা ও যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গাকে পূজা নিবেদন করা হবে।
আজকের দিনে বিশেষভাবে যজ্ঞের আয়োজন থাকে। পূজার অঙ্গ হিসেবে ১০৮টি বেলপাতা, আম কাঠ ও ঘি ব্যবহার করে দেবীর উদ্দেশ্যে আহুতি প্রদান করা হয়।
ভক্তরা জানান, মহানবমীর আরাধনায় বিশেষ তাৎপর্য থাকলেও এটি পূজার বিদায়বেলার দিন, যা আনন্দের সঙ্গে বেদনারও বার্তা আনে। আগামীকাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।
ভিওডি বাংলা/ এমএইচ