মধুপুরে কাভার্ডভ্যানের চাপায় স্বামীর মৃত্যু


টাঙ্গাইলের মধুপুরে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী আপন মিয়া (২৫) নামের এক যুবকের (স্বামী) ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত স্ত্রী ফারজানা (১৯)কে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (০১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটনা।
নিহত আপন জামালপুর জেলার সরিষাবাড়ী পৌর শহরের মূলবাড়ীর রবিউল ইসলামের ছেলে।
নিহত আপনের চাচা হারুন জানান,তার ভাতিজা আপন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। স্ত্রী ফারজানাকে নিয়ে মোটরসাইকেল যোগে চাকরির স্থল থেকে ছুটিতে সরিষাবাড়ীতে ফিরছিলেন।
মধুপুর থানার এস আই খন্দকার জিয়াউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেল যোগে স্বামী স্ত্রী ঘটনাস্থলে পৌছার পর একই দিকে চলন্ত কাভার্ডভ্যান(ঢাকা-উ ১১-০০০৭) ও মোটরসাইকেল এক অপরকে অতিক্রম করতে চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা বাসকে সাইড দিতে গিয়ে কাভার্ডভ্যানের চাকায় পেঁচিয়ে থেঁতল ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আপন প্রাণ হারান।
স্ত্রী ফারজনা মারাত্নক আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যান জব্দ হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ