• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান

কেন্দুয়ায় নারীদের নিয়ে বিএনপির উঠান বৈঠক

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি    ১ অক্টোবর ২০২৫, ০৫:৩১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের বার্তা পৌঁছে দিতে নেত্রকোণার কেন্দুয়ায় নারীদের নিয়ে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও গ্রামে সন্তুু মিয়ার উঠানে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী, কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল।

বক্তব্যে দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল বলেন, দেশের রাজনৈতিক সংকট নিরসন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে নারীদের অংশগ্রহণ অপরিহার্য। তারেক রহমানের ৩১ দফা কেবল বিএনপির দলীয় কর্মসূচি নয়, এটি সমগ্র জাতির মুক্তির রূপরেখা। বাংলাদেশের প্রতিটি নারী-পুরুষের অধিকার, নিরাপত্তা এবং উন্নয়নের নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি এতে রয়েছে।

তিনি আরও বলেন, নারীদের ঘরে-বাইরে সমান ভূমিকা নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের সাহসী ভূমিকা ছাড়া এ আন্দোলন সফল করা সম্ভব নয়।

বৈঠকে অংশ নেওয়া তানজিতা আক্তার জানান, তারা দেশের বর্তমান পরিস্থিতিতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের অস্থিরতা, কর্মসংস্থানের সংকট এবং শিক্ষার অনিশ্চয়তায় পরিবারগুলো চরম ভোগান্তির শিকার হচ্ছে।

সালমা আক্তার বলেন, আমরা চাই আমাদের সন্তানরা নিরাপদে স্কুলে যাক, ঘরে শান্তি থাকুক, বাজারে গেলে ন্যায্যমূল্যে দ্রব্য কিনতে পারি। এসব বাস্তবায়নের জন্য পরিবর্তন দরকার, আর সেই পরিবর্তনের জন্য আমরা বিএনপির পাশে আছি।

কেন্দুয়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ মাহমুদুল হক হারুক বলেন, গ্রামীণ পর্যায়ে নারীদের নিয়ে এ ধরনের উঠান বৈঠক বিএনপির ভবিষ্যৎ আন্দোলন ও নির্বাচনী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ, নারীরাই পারিবারিক ও সামাজিক স্তরে ব্যাপক প্রভাব বিস্তার করেন।

এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত থেকে নারীদের পাশে থাকার আশ্বাস দেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে আগুনে পুড়ে ছাই আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর
রাজবাড়ীতে আগুনে পুড়ে ছাই আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর
মধুপুরে কাভার্ডভ্যানের চাপায় স্বামীর মৃত্যু
মধুপুরে কাভার্ডভ্যানের চাপায় স্বামীর মৃত্যু
টাঙ্গাইলে একই আঙিনায় মসজিদ ও মন্দিরে রিবামহীন ধর্মচর্চা
টাঙ্গাইলে একই আঙিনায় মসজিদ ও মন্দিরে রিবামহীন ধর্মচর্চা