টপ নিউজ
ভাঙ্গুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
১ অক্টোবর ২০২৫, ০৬:৩১ পি.এম.


ছবি: সংগৃহীত
পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বেতুয়ান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মারুফ ওই গ্রামের মোঃ মজনুর আলী'র ছেলে।
স্থানীয়রা জানান, মারুফ দুপুরে নিজ বাড়ির আঙিনায় সাদের আগাছা পরিষ্কার করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের মেইন লাইনের তারে শর্ট হয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভাঙ্গুড়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করুন।
ভিওডি বাংলা/ এমএইচ