• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৪১ নিহত, সফর স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক    ১ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ পি.এম.
জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়-ছবি সংগৃহীত

তামিলনাড়ুর কারুর জেলায় নিজের দলের জনসভায় পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যুর পর দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় ভারতজুড়ে নিজস্ব সফর স্থগিত করেছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলাগা ভেত্ত্রি কাজাগম (টিভিকে) জনসভায় এই দুর্ঘটনা ঘটে। 

দলের পক্ষ থেকে বুধবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানানো হয়েছে, প্রিয়জনদের হারানোর বেদনা ও শোকে বিজয় টিভিকে প্রধানের আগামী দুই সপ্তাহের জনসভা কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখছেন। নতুন তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।

পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় ৫১ বছর বয়সী অভিনেতা বিজয় তীব্র সমালোচনার মুখে পড়েছেন। পুলিশ জানিয়েছে, জনসভায় প্রায় ৩০ হাজার মানুষ উপস্থিত হয়েছিল এমন স্থানে, যার ধারণক্ষমতা মাত্র ১০ হাজার। নিরাপত্তা বিধি লঙ্ঘন ও পর্যাপ্ত খাদ্য ও পানীয় জলের ব্যবস্থা না থাকায় দুর্ঘটনা ঘটে। এছাড়া, লোকজন দুপুর থেকেই সভাস্থলে জমা হতে থাকলেও বিজয় পৌঁছান সন্ধ্যা ৭টার দিকে।

তবে টিভিকে নেতারা পুলিশের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তারা দাবি করেছেন, এর আগে বহু বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, কিন্তু কখনো এমন দুর্ঘটনা ঘটেনি। দল আরও অভিযোগ করেছে, স্থানীয় ডিএমকে নেতাদের ষড়যন্ত্রের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। ক্ষমতাসীন ডিএমকে দল এই অভিযোগ সরাসরি নাকচ করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনার ভারতে অবস্থান, সিদ্ধান্ত তার নিজস্ব: জয়শঙ্কর
শেখ হাসিনার ভারতে অবস্থান, সিদ্ধান্ত তার নিজস্ব: জয়শঙ্কর
বাংলাদেশে বাজার হারিয়ে ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’
বাংলাদেশে বাজার হারিয়ে ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’
গাজায় ৫৭ হাজার নারীপ্রধান পরিবার মানবিক সংকটে: জাতিসংঘ
গাজায় ৫৭ হাজার নারীপ্রধান পরিবার মানবিক সংকটে: জাতিসংঘ