• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আওয়ামী লীগ ইস্যুতে কোনো আপোষ নেই : সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি    ১ অক্টোবর ২০২৫, ০৭:৫২ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম । ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা আবার আওয়ামী লীগকে রাজপথে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তারা জাতির সঙ্গে প্রতারণা করছে।

বুধবার (১ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সারজিস আলম আরও বলেন, ‘দেশের মানুষের ত্যাগ আর রক্তকে ভুলে গিয়ে কেউ যদি আন্তর্জাতিক ইমেজ রক্ষার নামে সুশীল সাজতে চায়, তা জাতি কখনও মেনে নেবে না। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে এবং দল হিসেবেও নিষিদ্ধ হবে। এ ইস্যুতে কোনো আপোষ করবে না বাংলাদেশের মানুষ।’
 
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে, কিন্তু ছেড়ে দেবে না। এত বড় দেশ, এত মানুষের আকাঙ্ক্ষা সেগুলো বিসর্জন দিয়ে কেউ যদি নিজের ইমেজ চেক অ্যান্ড ব্যালান্স করতে চায়, তাকে আমরা সেই চোখে দেখি না।’
 
নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, ‘শাপলা প্রতীক পাওয়া নিয়ে কোনো আইনি বাধা নেই। তারপরও নির্বাচন কমিশন কোনো এক ভয় বা চাপে স্বেচ্ছাচারী আচরণ করে প্রতীক দেয়নি। নতুন দল হিসেবে আমাদের যাত্রার এক বছরও হয়নি, অথচ প্রতীক ইস্যুতে এত বড় মাথাব্যথা কেন? এখানে আইনগত কোনো বাধা থাকলে আমরা আপত্তি তুলতাম না। কিন্তু অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে একটি স্বাধীন প্রতিষ্ঠান যদি স্বেচ্ছাচারী আচরণ করে, তবে আমরা বিশ্বাস করি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ আচরণ অব্যাহত থাকলে এনসিপি ভবিষ্যতে কমিশনের ওপর অনাস্থা জানাবে।’
 
এর আগে তিনি আটোয়ারী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং মন্দির কমিটিকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় এনসিপির স্থানীয় নেতাকর্মী ও সনাতনধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম-৮ আসনে জামায়াত নেতার অনড় অবস্থান
জোটের সিদ্ধান্ত অমান্য: চট্টগ্রাম-৮ আসনে জামায়াত নেতার অনড় অবস্থান
তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীক বরাদ্দ
ঢাকা-১৭: তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীক বরাদ্দ
নাভিদ-তৌহিদের নেতৃত্বে এনপিএ'র আহ্বায়ক কমিটি গঠন
নাভিদ-তৌহিদের নেতৃত্বে এনপিএ'র আহ্বায়ক কমিটি গঠন