• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লাল-সবুজ পতাকা হাতে গ্লোবাল ফ্লোটিলায় শহিদুল আলম

ভিওডি বাংলা ডেস্ক    ১ অক্টোবর ২০২৫, ১০:১৩ পি.এম.
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’তে বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম। সংগৃহীত ছবি

গাজার উদ্দেশে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’তে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম। ৪৪টি দেশের ৫৫টি জাহাজ নিয়ে গঠিত এ বহরে তিনি একমাত্র বাংলাদেশি প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন।

শহিদুল আলম ফ্লোটিলা থেকে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যায় তিনি বুকে লাল-সবুজ পতাকা উঁচিয়ে দাঁড়িয়ে আছেন। তার পরনে রয়েছে শহীদ আবু সাঈদের ছবিযুক্ত টি-শার্ট।

মানবিক সহায়তার বার্তা পৌঁছে দিতে সাংবাদিক, শিল্পী, মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবীরা এ নৌবহরে যোগ দিয়েছেন। তাদের লক্ষ্য—যুদ্ধবিধ্বস্ত গাজায় খাদ্য ও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া।

ইসরায়েলি নৌবাহিনী কয়েকদিন ধরে বহরটি আটকে দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। সংগঠনের মুখপাত্র ওয়ায়েল নাওয়ার জানিয়েছেন, ইতোমধ্যেই ফ্লোটিলার জাহাজগুলো গাজার উপকূলের কাছাকাছি পৌঁছে গেছে।

বিশ্লেষকদের মতে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কেবল একটি ত্রাণবাহী বহর নয়; এটি অন্যায়ের বিরুদ্ধে বিশ্বমানবতার জোরালো প্রতিবাদের প্রতীক। আশা করা হচ্ছে বৃহস্পতিবারের মধ্যেই এ নৌবহর গাজার উপকূলে ভিড়বে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার কোটিপতি প্রার্থী ৮৯১ জন: টিআইবি
জাতীয় সংসদ নির্বাচন এবার কোটিপতি প্রার্থী ৮৯১ জন: টিআইবি
২৫ জানুয়ারি থেকে এনআইডি সংশোধন কার্যক্রম চালু
২৫ জানুয়ারি থেকে এনআইডি সংশোধন কার্যক্রম চালু
২৯৮টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করবেন ১৯৮১ প্রার্থী
২৯৮টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করবেন ১৯৮১ প্রার্থী