• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘প্রিয় বন্ধু’ জেন গুডঅলের মৃত্যুতে মুহাম্মদ ইউনূসের শোক

নিজস্ব প্রতিবেদক    ২ অক্টোবর ২০২৫, ১১:২৪ এ.এম.
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-ডেম জেন গুডঅল-ছবি সংগৃহীত

প্রকৃতি সংরক্ষণের অগ্রণী ও বিশ্ববিখ্যাত শিম্পাঞ্জি বিশেষজ্ঞ ডেম জেন গুডঅলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার কার্যালয় বৃহস্পতিবার (২ অক্টোবর) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থানকালে বুধবার ৯১ বছর বয়সে মারা যান ড. গুডঅল। ইউনূস এক শোকবার্তায় বলেছেন, “আমার প্রিয় বন্ধু, বিশ্ববিখ্যাত প্রাণীবিদ, প্রাইমেট বিশেষজ্ঞ, নৃতত্ত্ববিদ ও পরিবেশ রক্ষাকর্মী ড. জেন গুডঅলের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। 

জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন এক ‘অবিচল যোদ্ধা’। শান্তি, টেকসই উন্নয়ন, ন্যায়বিচার এবং আমাদের পারস্পরিক সংযোগের জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছেন। প্রকৃতি হারাল তার অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠস্বর, রেখে গেল আমাদের হৃদয়ে গভীর শূন্যতা।”  

জেন গুডঅল ইনস্টিটিউট জানিয়েছে, তিনি মানুষের সঙ্গে শিম্পাঞ্জির সম্পর্কের পর্যবেক্ষণ ও বিশ্বজুড়ে প্রকৃতি সংরক্ষণ প্রকল্পের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন।

বাংলাদেশের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে মুহাম্মদ ইউনূস বলেন, “জেন ১৯৯০-এর দশকে গ্রামীণ ব্যাংক সফর করেছিলেন এবং নারীদের ক্ষমতায়নের কাজে গভীর আগ্রহ দেখিয়েছিলেন। পরে তিনি আফ্রিকা ও বিশ্বের নানা স্থানে গ্রামীণ নীতিমালা অন্তর্ভুক্ত করেছেন। তিনি আমাদের দেশের ঘনিষ্ঠ বন্ধু হয়ে থেকেছেন। ২০২৫ সালের জুনে অনুষ্ঠিত সোশ্যাল বিজনেস ডে কনফারেন্সে তার বার্তাতেও আমাদের কাজের কথা উল্লেখ ছিল।”

উল্লেখ্য, ইউনূস তাঁর শোকবার্তায় জেন গুডঅলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, “তার সমর্থন এবং বিশ্বের লক্ষ লক্ষ মানুষের জন্য যে অনুপ্রেরণা ছিলেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। শান্তিতে বিশ্রাম নাও, জেন। পৃথিবী তোমাকে গভীরভাবে স্মরণ করবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশ যাত্রা
মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশ যাত্রা
এভারকেয়ারে কমছে খালেদা জিয়ার উৎসুক জনতার ভিড়
এভারকেয়ারে কমছে খালেদা জিয়ার উৎসুক জনতার ভিড়
গণআন্দোলনের মুখে পদত্যাগ করেন এইচ এম এরশাদ
স্বৈরাচার পতন দিবস: গণআন্দোলনের মুখে পদত্যাগ করেন এইচ এম এরশাদ