টপ নিউজ
তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
২ অক্টোবর ২০২৫, ১১:৪৩ এ.এম.


দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ছবি সংগৃহীত
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে ৯ দিনব্যাপী যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফেরেন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে আন্তরিক এবং নির্বাচনের কোনো শঙ্কা নেই। ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে হুমায়ুন কবির বলেন, “কোনো শঙ্কা নেই, দেশের সব বিষয়ে তিনি সচেতন এবং যথাসময়ে দেশে ফিরবেন।”
উল্লেখ্য, হুমায়ুন কবির নিউইয়র্কে হামলার প্রসঙ্গে আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, “আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে, তারা সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত।”
ভিওডি বাংলা/জা