শিবচরের পূজামণ্ডপ পরিদর্শনে জামায়াতের এমপি প্রার্থী


বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত শিবচর আসনের এমপি প্রার্থী সারোয়ার হোসাইন মৃধা শিবচরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি বলেন, “যদি সন্ত্রাসমুক্ত,চাঁদাবাজমুক্ত,দুর্নীতিমুক্ত শিবচর চান, যদি সহঅবস্থান চান, আরামপ্রিয় জীবন ব্যবস্থা, উন্নত শিক্ষা ব্যবস্থা ও উন্নত জীবনযাত্রার মান চান তাহলে অবশ্যই দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করে একটি শান্তিপূর্ন শিবচর গড়ে তুলতে সহায়তা করুন।”সকল ধর্মের ভাইয়েরা আমাদেরকে জাতীয় নির্বাচনে ভোট দিবে,ইনশাআল্লাহ।
বুধবার (১অক্টোবর) রাতে শিবচরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি প্রতিশ্রুতি দেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তিনি সবসময় কাজ করবেন এবং যেকোনো দুর্যোগ বা প্রয়োজনের সময় সবার পাশে থাকবেন।
সারোয়ার হোসাইন মৃধা আরও বলেন, “আমরা চাই শিবচর হবে এমন একটি এলাকা যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবে। রাজনীতির নামে হানাহানি বা বিভাজন নয়,বরং ঐক্য ও উন্নয়নই হবে আমাদের লক্ষ্য।”
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান শিকদার,সহকারী সেক্রেটারি হাবিবুল্লাহ বাহার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবচর উপজেলা শাখার সভাপতি আল-আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল জলিল মিয়া প্রমুখ। এছাড়া স্থানীয় অনেক নেতাকর্মীও অংশগ্রহন করেন।
পূজা মণ্ডপে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের অনেকেই বলেন, বিভিন্ন সময় রাজনৈতিক নেতারা আসলেও সারোয়ার হোসাইন মৃধার আন্তরিকতা তাদের কাছে আলাদা মনে হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি এই সম্পর্ক ধরে রাখবেন এবং সবার পাশে থাকবেন।
এ সময় শিবচরের বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া , প্রিন্টিং মিডিয়া, অনলাইন মিডিয়ার গণমাধ্যম কর্মীদের সরব উপস্থিতি ছিল।
পুরো সফরজুড়ে সারোয়ার হোসাইন মৃধার বক্তব্য এবং স্থানীয়দের প্রতিক্রিয়া মিলিয়ে শিবচরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়।
ভিওডি বাংলা/ এমএইচ