রাজশাহী মেডিকেলে পাঁচ সন্তান প্রসব প্রসূতির


নাটোরের লালপুর উপজেলার এক গৃহবধূ একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিকভাবে জন্ম নেওয়া এই পাঁচ নবজাতকের মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে। এর মধ্যে এক ছেলে ও এক মেয়ে জন্মের কিছুক্ষণ পর মারা যায়। বর্তমানে মা ও অপর তিন সন্তান সুস্থ আছেন।
মঙ্গলবার রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে প্রসূতি রেশমা খাতুন (২৩) পাঁচ সন্তানের জন্ম দেন। তিনি লালপুর উপজেলার সাইপাড়া (পশ্চিমপাড়া) গ্রামের দিনমজুর আসিব হোসেনের স্ত্রী। রাত সাড়ে ১১টার দিকে এক ছেলে ও এক মেয়ে মারা যায়। বুধবার সকালে তাদের দাফন সম্পন্ন হয়েছে।
প্রসূতির স্বামী আসিব হোসেন জানান, তিনি স্থানীয় একটি খামারে দৈনিক ৪৫০ টাকা মজুরিতে কাজ করেন। সীমিত আয়ে স্ত্রী ও সন্তানদের সঠিক যত্ন নেওয়া তাঁর পক্ষে প্রায় অসম্ভব। তিনি সবার কাছে সহযোগিতা ও দোয়া চেয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে মা ও বাকি তিন সন্তান সুস্থ থাকলেও বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ