• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান

নগর বাউল জেমসের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক    ২ অক্টোবর ২০২৫, ১২:৩৬ পি.এম.
বাংলাদেশি পপ সংগীতের কিংবদন্তি মাহফুজ আনাম জেমস-ছবি সংগৃহীত

বাংলাদেশি পপ সংগীতের কিংবদন্তি মাহফুজ আনাম জেমস, যিনি ভক্তদের কাছে ‘গুরু’, ‘নগরবাউল’ বা ‘ঝাঁকড়া চুলের গিটারম্যান’ নামেই বেশি পরিচিত, আজ ৬১ বছরে পা রাখলেন। ১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয় জন্ম নেওয়া জেমস বড় হয়েছেন চট্টগ্রামে।

ভক্তরা প্রিয় তারকার জন্মদিন নানা আয়োজনে উদযাপন করতেন। ২০১৫ সালে ঢাকার বিভিন্ন স্থানে ১০টি বিলবোর্ড টাঙিয়ে তাকে শুভেচ্ছা জানান কিশোরগঞ্জের যুবক প্রিন্স। ২০১৭ সালে জন্মদিনে ভক্তরা দেশে এক কোটি গাছ রোপণ করেন। তবে ২০১৮ সালে ঘনিষ্ঠ বন্ধু, কিংবদন্তি গিটারিস্ট আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর থেকে জেমস নিজে অনুরোধ করেন আর কোনো জন্মদিনের আয়োজন না করার জন্য। এরপর থেকে প্রতিটি জন্মদিন নীরবতায় কেটে যায়।

জেমস বর্তমানে ‘নগরবাউল’ ব্যান্ডের প্রধান ভোকালিস্ট ও গিটারিস্ট। তার প্রথম ব্যান্ডের নাম ছিল ‘ফিলিংস’, ১৯৮৭ সালে সেই ব্যান্ডের সঙ্গে বের হয় প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। এক বছর পর প্রকাশ পায় একক অ্যালবাম ‘অনন্যা’।

জেমস বাংলা ভাষায় প্রথম সাইকেডেলিক রক শুরু করেন। তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘পাগলা হাওয়া’, ‘মীরাবাঈ’, ‘মা’, ‘বাবা’, ‘ফুল নেবো না’, ‘এক নদী যমুনা’, ‘লিখতে পারি না কোনো গান’। চলচ্চিত্রে গান করেও তিনি সাফল্য পান; যেমন ‘আসবার কালে আসলাম একা’, ‘তোর প্রেমে অন্ধ হলাম’, ‘আমি জেল থেকে বলছি’।

বাংলাদেশ ছাড়াও জেমস বলিউডে প্লেব্যাক করেছেন। ২০০৫ সালে ‘গ্যাংস্টার’ সিনেমায় ‘ভিগি ভিগি’ গানটি এক মাসেরও বেশি সময় টপচার্টে শীর্ষে থাকে। এরপর ‘লামহে’, ‘লাইফ ইন এ মেট্রো’ সিনেমার গানেও কণ্ঠ দেন।

জেমস মডেলিং, প্রযোজনাও করেছেন। ২০০০ সালে পেপসির বিজ্ঞাপনে প্রথমবার দেখা যায় তাকে। ২০১১ সালে ‘ব্ল্যাক হর্স’ এনার্জি ড্রিংকের বিজ্ঞাপনে কাজ করেন। প্রযোজনা খাতে তার ‘রেড ডট এন্টারটেইনমেন্ট’ নামের প্রডাকশন হাউজ রয়েছে। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জন্য তারা ‘বিউটিফুল বাংলাদেশ’ ভিডিওচিত্র তৈরি করেন এবং বিভিন্ন রিয়্যালিটি শো প্রযোজনা করেন। সম্প্রতি তিনি আলোকচিত্রশিল্পী হিসেবেও আত্মপ্রকাশ করেছেন।

পারিবারিক জীবনে জেমসের স্ত্রী বেনজির সাজ্জাদ ও তিন সন্তান-দুই কন্যা জান্নাত ও জাহান, এক ছেলে দানেশ-আছেন। জেমসের প্রথম স্ত্রী রথির সঙ্গে ২০০২ সালে তিনি আলাদা হন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মামুন মণ্ডলের কণ্ঠে ‘আমার প্রথম ভোট’
মামুন মণ্ডলের কণ্ঠে ‘আমার প্রথম ভোট’
দুর্বৃত্তদের হামলায় হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
দুর্বৃত্তদের হামলায় হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
অভিনয় ছাড়তে চেয়েছিলেন যীশু
অভিনয় ছাড়তে চেয়েছিলেন যীশু