• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান

শেরপুরে জজ আদালতের পিপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শেরপুর প্রতিনিধি    ২ অক্টোবর ২০২৫, ০১:১০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

শেরপুরে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর( পিপি) এডভোকেট আব্দুল মান্নানের বিরুদ্ধে নামে বেনামে ফেসবুক আইডি ও পেইজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। 

বুধবার (১ অক্টোবর ) রাতে শেরপুর শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অ্যাডভোকেট আব্দুল মান্নান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনটি করেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি গত ১৮/১১/২০২৪ সালে সরকারিভাবে পিপি নিয়োগ পাওয়ার পর থেকে রাষ্ট্রপক্ষে ন্যায়বিচার প্রাপ্তিতে সততা, নিষ্ঠা ও সুনামের সাথে কাজ করে যাচ্ছি। একই সাথে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত স্বজনদের দায়েরকৃত মামলা সমূহের ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রেপ্তার হওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিনের বিরোধিতা করে আমার দায়িত্ব পালন করে আসছি। 

জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পালের জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষের পি পি হিসেবে যথারীতি আসামির জামিনের ঘোর বিরোধিতা করি। কিন্তু বিজ্ঞ বিচারক আসামির আইনজীবী ও বাদীর জিম্মায় আসামি চন্দন কুমার পালকে জামিনে মুক্তি দেন। এটি সম্পূর্ণই আদালতের নিজস্ব স্বাধীন বিচারিক ক্ষমতার অংশ। এখানে পিপির কোন আইনগত এখতিয়ার বা প্রভাব নেই। 

অথচ এ নিয়েই রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে কিছু ষড়যন্ত্রকারী নামে বেনাম  বেশ কিছু ফেসবুক আইডি ও পেইজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে নানা ধরনের অপপ্রচার ছড়াচ্ছে এবং বিচারিক প্রক্রিয়াকে বিকৃতভাবে উপস্থাপন করে পিপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে- যা আমার জন্য মানহানিকর।

আমি আরো স্পষ্টভাবে জানাতে চাই, রাষ্ট্রপক্ষের জোরালো বিরোধীতার কারণে দীর্ঘ প্রায় ১বছর আগে ছয়টি মামলায় জজ কোর্ট থেকে জামিন নিতে ব্যর্থ হয়ে মহামান্য হাইকোর্ট থেকে ওইসব মামলায় জামিনের আদেশ প্রাপ্ত হন অ্যাডভোকেট চন্দন কুমার পাল। 

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আব্দুল মান্নান বিষয়টি খতিয়ে দেখে সঠিক সংবাদ প্রকাশের জন্য মুক্ত গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।  এ সময় জেলা বিএনপি'র আহবায়ক এডভোকেট সিরাজুল ইসলামসহ  জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারীসহ জনতার হাতে আটক ডিবির কনস্টেবল
নারীসহ জনতার হাতে আটক ডিবির কনস্টেবল
প্রশংসায় ভাসছেন বিজিবি ও বিএসএফ
প্রশংসায় ভাসছেন বিজিবি ও বিএসএফ
কুষ্টিয়া -৪ আসনে হাইব্রিড’ নেতাদের দাপটে বিব্রত নেতাকর্মীরা
কুষ্টিয়া -৪ আসনে হাইব্রিড’ নেতাদের দাপটে বিব্রত নেতাকর্মীরা