• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান

ওষুধ কোম্পানিগুলো অতিরিক্ত মুনাফা করছে: স্বাস্থ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২ অক্টোবর ২০২৫, ০১:২২ পি.এম.
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম-ছবি সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, ওষুধ কোম্পানিগুলো নানাভাবে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করছে এবং অতিরিক্ত মুনাফা করছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে গুলশান-বনানী পূজামণ্ডপ পরিদর্শনের সময় উচ্চরক্তচাপ (হাইপারটেনশন) সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

নুরজাহান বেগম বলেন, “উচ্চরক্তচাপ শুধু চিকিৎসক বা সরকারের বিষয় নয়, এটি আমাদের সবার দায়িত্ব। হাইপারটেনশন কেন হয়, তা নিয়ে সচেতনতা জরুরি। কিন্তু আমরা প্রতিরোধের পথে তেমন এগোইনি। তামাক আমাদের ধ্বংস করতে পারে। ওষুধ কোম্পানিগুলো নানা কৌশলে বেশি মুনাফা করছে। যদি তামাক নিয়ন্ত্রণে সফল হই, তবে চিকিৎসায় যে ৭১ শতাংশ খরচ পকেট থেকে আসে, তা অনেক কমে আসবে। ডায়াবেটিস, হাইপারটেনশন ও ক্যানসারের মতো অসংক্রামক রোগই চিকিৎসা ব্যয়ের বড় কারণ।”

তিনি আরও বলেন, “চিকিৎসা সরবরাহ সরকার করবে, এটি তার দায়িত্ব। তবে জনগণেরও ভূমিকা আছে। সবাইকে সচেতন হতে হবে, প্রতিরোধের পথ খুঁজতে হবে। মানুষ সচেতন হলে এসব রোগে আমাদের অতটা বেগ পেতে হবে না। গণমাধ্যমকর্মীরাও রোগের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার দায়িত্বে আছেন।”

পুরো পরিদর্শনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, গুলশান-বনানী পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র নাথ ভৌমিক ও সাধারণ সম্পাদক অসিম জোয়ারদার।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২, ভর্তি ৬৭৮
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২, ভর্তি ৬৭৮
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১২, ভর্তি ৭৪০
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১২, ভর্তি ৭৪০
কেরালায় ‘মস্তিষ্ক-খেকো’ অ্যামিবার ব্যাপক সংক্রমণ, সতর্কতা জারি
কেরালায় ‘মস্তিষ্ক-খেকো’ অ্যামিবার ব্যাপক সংক্রমণ, সতর্কতা জারি