• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আইনি ভিত্তি ব্যতীত জুলাই সনদ মূল্যহীন - রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক    ২ অক্টোবর ২০২৫, ০২:৩৬ পি.এম.
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। ছবি: ভিওডি বাংলা

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে নতুন স্বৈরাচার, লুটেরা, চাঁদাবাজ, খুনী, হিন্দুস্তানের দালাল চাই না। জুলাই সনদ আমাদের আগামীর পথ চলা এবং দেশ গড়ার দিকনির্দেশিকা। সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে জুলাই সনদের আইনি ভিত্তির পক্ষে কথা বলতে হবে। আইনি ভিত্তি না থাকলে যে কোন দল ক্ষমতায় এসে জুলাই সনদকে অস্বীকার করতে পারে। মনে রাখবেন, আইনি ভিত্তি ব্যতীত জুলাই সনদের মূল্য ভাঙ্গারী দোকানের পুরাতন বাতিল কাগজের মত। 

বৃহস্পতিবার (০২ অক্টোবর) সকালে জাগপা’র পল্টনস্থ কার্যালয়ে শ্রমজীবী ও পেশাজীবীদের সাথে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন সূচনা বক্তব্যে জাগপা’র ৭ টি দাবি তুলে ধরেন এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা জাগপা উত্থাপিত ৭ টি দাবি নিয়ে নিজস্ব মতামত প্রকাশ করেন।

রাশেদ প্রধান বলেন, আমি দেখতে পাচ্ছি আমাদের ডাকে সারা দিয়ে সরকারি ছুটির দিনে আজ এখানে উপস্থিত হয়েছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বেসরকারী চাকুরিজীবী। একইসাথে উপস্থিত হয়েছেন বাস চালক, পরিচ্ছন কর্মী, গার্মেন্টস কর্মী, পত্রিকার হকার। সমাজের নানা শ্রেণী পেশার মানুষের এই যে মিলনমেলা এটাই কিন্তু বাংলাদেশ। আপনার মাসিক উপার্জন ১০ লক্ষ টাকা হোক কিংবা ১০ হাজার, আপনার ভোট দেওয়ার ক্ষমতা ১ টি। আমরা চাই না আপনার দেওয়া সেই ১ টি মহামূল্যবান ভোট নষ্ট হোক। তাই আমাদের পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে, যেখানে প্রত্যেকটি ভোট কাজে লাগবে। 

জাগপা মুখপাত্র বলেন, খুনি হাসিনাকে ফেরত আনতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলের অপরাজনীতি নিষিদ্ধ করতে হবে। ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে হবে। আপনারা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা রাজনীতি করেন না কিন্তু এই দেশেই বসবাস করেন। আর তাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রশ্নে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে: খসরু
বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে: খসরু
দুর্নীতি রোধ একমাত্র বিএনপিই করতে পারে
তারেক রহমান দুর্নীতি রোধ একমাত্র বিএনপিই করতে পারে
ডিইউজে গণমাধ্যম স্বাধীনতায় আরও সক্রিয় হবে: জামায়াত আমির
ডিইউজে গণমাধ্যম স্বাধীনতায় আরও সক্রিয় হবে: জামায়াত আমির