ইথিওপিয়ায় গির্জার অস্থায়ী কাঠামো ধসে নিহত ৩৬


ইথিওপিয়ায় একটি ধর্মীয় উৎসব চলাকালে গির্জার অস্থায়ী ‘স্ক্যাফোল্ডিং’ কাঠামো ধসে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০০ জনের বেশি।
বুধবার (১ অক্টোবর) রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের আরের্তি শহরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে ধর্মপ্রাণ হাজারো মানুষ বার্ষিক ভার্জিন মেরি উৎসবে অংশ নিতে গির্জায় সমবেত হয়েছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৭০ কিলোমিটার পূর্বে আরের্তি শহরে স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বহু ধর্মপ্রাণ মানুষ বার্ষিক ভার্জিন মেরি উৎসবে অংশ নিতে গির্জায় সমবেত হয়েছিলেন।
জেলা পুলিশ প্রধান আহমেদ গেবেয়েহু রাষ্ট্রীয় গণমাধ্যম ফানা নিউজকে জানান, ‘মৃতের সংখ্যা ৩৬ জনে পৌঁছেছে এবং তা আরও বাড়তে পারে। আহতের সংখ্যা ২০০-এর বেশি, যাদের অনেকেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।’
স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা আতনাফু আবাতে থিওপিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (ইবিসি)-কে জানান, কিছু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন। উদ্ধার অভিযান দ্রুতগতিতে চলমান রয়েছে।
উল্লেখ্য, সাধারণত নির্মাণকাজে ব্যবহৃত এ ধরনের অস্থায়ী ‘স্ক্যাফোল্ডিং’ কাঠামোতে অতিরিক্ত ভিড়ের চাপই ধসের কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভিওডি বাংলা/জা