গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে আজহারির মন্তব্য


খ্যাতিমান ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি গাজামুখী মানবিক সহায়তা বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ফেসবুক পোস্টে তিনি লিখেন- “প্রভু হে! একটি জলযান হলেও, তুমি সৈকতে ভিড়তে দাও। অভুক্ত ভাই-বোনেরা অধীর আগ্রহে তাদের অপেক্ষা করছে।”
এদিকে, ইসরায়েলি নৌ-অবরোধ ভেদ করে গাজায় সহায়তা পৌঁছানোর লক্ষ্যে এগিয়ে যাওয়া এই আন্তর্জাতিক বহরের একটি জাহাজ ইতোমধ্যে গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে। বহরে বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমও রয়েছেন। তিনি কনসায়েন্স নামের বড় জাহাজে অবস্থান করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেটি আটক হয়নি।
কাতারভিত্তিক আল-জাজিরার লাইভ ট্র্যাকার জানায়, ‘মিকেনো’ নামের জাহাজটি বর্তমানে গাজার উপকূলীয় জলসীমায় রয়েছে। তবে ইসরায়েলি বাহিনী সেটি আটক করেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ইতোমধ্যেই ফ্লোটিলার ওপর ইসরায়েলি অভিযান জোরদার হয়েছে। বহরের মুখপাত্র সাইফ আবুকেশেক জানান, মাঝ সমুদ্রে অন্তত ১৩টি নৌযান আটক করে ৩৭ দেশের ২০১ জনেরও বেশি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও আছেন।
আল-জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, ইসরায়েলি নৌবাহিনী জলকামান ব্যবহার করে জাহাজগুলো আক্রমণ করেছে, তাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করেছে এবং আন্তর্জাতিক জলসীমা থেকেই কর্মীদের আটক করেছে।
তবে আবুকেশেকের দাবি- “বাধা সত্ত্বেও মিশন চলছে।” বর্তমানে প্রায় ২৪টি নৌযান গাজার দিকে অগ্রসর হচ্ছে, যার মধ্যে বেশ কয়েকটি উপকূলের একেবারেই কাছাকাছি পৌঁছে গেছে।
ভিওডি বাংলা/জা