রাজবাড়ীতে বিএনপি নেতৃবৃন্দের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন


রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। আজ বিজয়া দশমীর দিন। এদিন রাজবাড়ী শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আসলাম মিয়া।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুরে অ্যাড. আসলাম মিয়া রাজবাড়ী শহরের বিবেকানন্দ হরিজন পল্লীর পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরে তিনি শহরের অন্যান্য পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
পরিদর্শনে অ্যাড. আসলাম মিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. মো. লিয়াকত আলী বাবু, রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া, অ্যাড. আসলাম মিয়ার সহধর্মিণী ফরিদা ইয়াসমিন শিখাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অ্যাড. আসলাম মিয়া বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। এই উৎসব আমাদের সবার। আমরা চাই সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করুক। বিএনপি সবসময় দেশের সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। আগামী দিনগুলোতেও আমরা সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে সবসময় পাশে থাকব।”
এর আগে তিনি রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজনের জন্য আয়োজক ও স্থানীয়দের ধন্যবাদ জানান।
ভিওডি বাংলা/ এমএইচ