• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে চুড়ান্তভাবে মনোনীত ১১ প্রার্থীকে প্রশাসনের মিষ্টিমুখ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ২ অক্টোবর ২০২৫, ০৪:৪১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা হতে মাত্র ১২০ টাকায় বাংলাদেশ পুলিশ বাহিনীর ট্রেইনী রিক্রট কনস্টেবল (টিআরসি) পদে চুড়ান্তভাবে মনোনীত ১১জন প্রার্থীদের প্রতি বাঁশখালী থানার অফিসার ইনচার্জ- কতৃক মিষ্টিমুখ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বাঁশখালী থানার অফিস কক্ষে উপজেলা থেকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ট্রেইনী রিক্রট কনস্টেবল (টিআরসি) পদে চুড়ান্তভাবে মনোনীত ১১ জন প্রার্থীকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।

এসময় (ওসি) সাইফুল ইসলাম বলেন, আপনারা খুবই ভাগ্যবান। আপনাদের উপর জনগণের জান-মাল, সম্মান ও নিরাপত্তা রক্ষার গুরু দায়িত্ব অর্পিত হয়েছে। প্রশিক্ষণকালীন সময়ে অর্জিত জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিকতা বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমেই একজন সৎ ও দক্ষ পুলিশ সদস্য হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

নিয়োগপ্রাপ্ত সদস্যগণ মেধা ও স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় তাহারা পুলিশ সুপার চট্টগ্রাম জেলা মহোদয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, বাঁশখালী থানার সেকেন্ড অফিসার মোঃ আরিফ হোসেন সহ থানার অফিসার ও ফোর্স।  

নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণ হলো :

১। মোহাম্মদ মিরাজ, পিতা-শাহ আলম, মাতা-ফরিদা বেগম, সাং-সাধনপুর, ওয়ার্ড নং-০৭, ডাকঘর-সাধনপুর, ২। মোহাম্মদ জাইদ, পিতা-মোহাম্মদ নুরুল আলম, মাতা-আমেনা বেগম, সাং-শীলকূপ, ওয়ার্ড নং-০৮, ডাকঘর-মনকিচর, ৩। ওয়াহেদুল ইসলাম, পিতা-আব্দুল মোতালেব, মাতা-মমতাজ বেগম, গ্রাম-দক্ষিণ ইলশা, ওয়ার্ড নং-০৫, ডাকঘর-ইলশা, ৪। মোহাম্মদ ওসমান, পিতা-বাদশা মিয়া, মাতা-কামরুন নাহার, গ্রাম-দক্ষিণ সাধনপুর, ডাকঘর-সাধনপুর, ওয়ার্ড নং-০৮, ৫। আব্দুল্লাহ আল মারুফ, পিতা-আহমদ কবির, মাতা-ফাতেমা বেগম, সাং-পূর্ব বড়ঘোনা, ওয়ার্ড ৭, ডাকঘর-বাড়া ঘোনা-৪৩৯০, ৬। রাকিবুল হাসান রিসাত, পিতা-মোঃ বেলাল, মাতা-মনোয়ারা বেগম, সাং-মধ্যম, পুইছড়ি মিয়ার গোনা, ওয়ার্ড ১, ডাক-পুইছড়ি, ৭। মোহাম্মদ মাহামুদুল্লাহ, পিতা-মিজানুর রহমান, মাতা- খুরশিদা বেগম, গ্রাম-পূর্ব চাম্বল, পোঃ-পূর্ব চাম্বল, ০৮নং ওয়ার্ড, ৮। আলী আজগর, পিতা-আব্দুর রহমান, মাতা-রুপিয়া আক্তার, সাং- জালিয়াঘাটা,ওয়ার্ড নং-০৭, ডাকঘর-জালিয়াঘাটা, ৯। নুর মোহাম্মদ হৃদয়, পিতা-আক্তার হোসেন, মাতা-রিনা আক্তার, গ্রাম-বাগমারা, ওয়ার্ড নং- ০৩, পোষ্ট-কাথরিয়া, ১০। ফরহাদ হোসেন বিপ্লব, পিতা-আব্দুল খালেক, মাতা-হালিমা বেগম, গ্রাম-দক্ষিণ জলদী, ওয়ার্ড নং-০৯, পোষ্ট-জলদী, ১১। মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল, পিতা-মঞ্জুর আলম, মাতা-লাকী আক্তার, সাং-ডোংরা, ওয়ার্ড নং-০৬, ডাকঘর-রায়ছটা, সর্ব থানা-বাঁশখালী, জেলা- চট্টগ্রাম।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন্দুয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
কেন্দুয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম
পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম