একটি রাজনৈতিক দল স্বাধীনতা সংগ্রামের ভুল ব্যাখ্যা দিচ্ছে- টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘একটি রাজনৈতিক দল ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রাম নিয়ে জনগণকে ভুল ব্যাখ্যা করছে। ওই দলটি জনগণকে বোঝানোর চেষ্টা করছে যে নিজেদের মধ্যে ভুল-বোঝাঝুঝির কারণে ভারত বাংলাদেশকে আলাদা করে দিয়েছে। এটা সত্য নয়, ভোগাজ কথা।’
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ শহরের রেলগেট মোড়ে পৌর বিএনপির ১, ১০, ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘৪৭ সালে দেশভাগের পর থেকে পূর্ব পাকিস্তানের সম্পদ দিয়ে পশ্চিম পাকিস্তানের উন্নয়ন করা হতো। অথচ পূর্ব পাকিস্তানের জনগণ শিক্ষিত হলেও সরকারি চাকরি পেত না, নানা বিষয়ে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হতো। যে কারণে অধিকার আদায়ের দাবিতে পূর্ব পাকিস্তানের জনগণ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে। অথচ ওই দলটি তখন পশ্চিম পাকিস্তানের পক্ষ নিয়েছিল। তারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি।’
জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে টুকু বলেন, ‘একটি দলের নেতাকর্মীরা মানুষের কাছে গিয়ে বলছে ভোট দিলে পাল্লায়, পাবে আল্লায়। এটা একটা স্লোগান, আসলে প্রত্যেকটি মানুষকে নামাজ, রোজা বা ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। কোনো মার্কাকে ভোট দিয়ে নয়।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘যারা একাত্তরে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, ডাকসু নির্বাচনে জয়ী হয়ে আজ তারাই শহীদ বুদ্ধিজীবীদের বধ্যভূমিতে গিয়ে রবীন্দ্রসংগীত গায়। গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে তারা সেখানে শহীদদের নামে মঞ্চ সাজাচ্ছে। এটা ভয়াবহ ভণ্ডামি। মনে রাখবেন, ওই দলটি জনগণের ভোট পাওয়ার জন্য তাদের লোগো থেকে আল্লাহর নাম মুছে ফেলেছে, দেখেন এটা কত বড় ভণ্ডামি। অথচ তারাই আল্লাহর নামে ভোট চায়।’
সিরাজগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ভুইয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী জাহেদ আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ।
ভিওডি বাংলা/ এইচপি