• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

উত্তর ম্যানচেস্টারে সিনাগগে হামলা, ২ নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ২ অক্টোবর ২০২৫, ০৬:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের উত্তর ম্যানচেস্টারে একটি সিনাগগের বাইরে গাড়ি চালিয়ে পথচারীদের চাপা দেওয়া ও ছুরিকাঘাতের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। কমপক্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে, ধারণা করা হচ্ছে, তিনি নিহত হয়েছেন।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানায়, সকাল ৯:৩১ মিনিটে মিডলটন রোডের ক্রাম্পসলে অবস্থিত হিটন পার্ক হিব্রু কংগ্রিগেশন সিনাগগে ফোন পেয়ে তারা পৌঁছায়। এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি দেখেছেন একজনকে ছুরিকাঘাত করা হয়েছে এবং জনতার দিকে গাড়ি চালানো হচ্ছে। হামলার পর বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছায়, কারণ সন্দেহভাজনের শরীরে সন্দেহজনক বস্তু থাকার তথ্য পাওয়া যায়।

হামলার সময় ইহুদিদের সবচেয়ে পবিত্র দিন ইয়ম কিপুর পালন করা হচ্ছিল। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, এই হামলা “ভয়াবহ” এবং তিনি তড়িঘড়ি ব্রিটেনে ফিরে জরুরি বৈঠক ডেকেছেন। ব্রিটেনের রাজা চার্লসও হামলার খবর শুনে গভীর মর্মাহত হয়েছেন।

ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম জনসাধারণকে ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। এসময় ঘটনাস্থলে ব্যাপক পুলিশ ও অ্যাম্বুলেন্স মোতায়েন ছিল।

দাতব্য সংস্থা কমিউনিটি সিকিউরিটি ট্রাস্ট জানায়, ২০২৪ সালে ব্রিটেনে ইহুদিবিদ্বেষী ঘটনার সংখ্যা আধুনিককালের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ছিল। ২০২৩ সালের ইসরায়েল-গাজা সংঘাতের পর এই ধরনের ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনার ভারতে অবস্থান, সিদ্ধান্ত তার নিজস্ব: জয়শঙ্কর
শেখ হাসিনার ভারতে অবস্থান, সিদ্ধান্ত তার নিজস্ব: জয়শঙ্কর
বাংলাদেশে বাজার হারিয়ে ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’
বাংলাদেশে বাজার হারিয়ে ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’
গাজায় ৫৭ হাজার নারীপ্রধান পরিবার মানবিক সংকটে: জাতিসংঘ
গাজায় ৫৭ হাজার নারীপ্রধান পরিবার মানবিক সংকটে: জাতিসংঘ