ফ্লোটিলায় ইসরায়েলি হামলার প্রতিবাদে লেবার পার্টির নিন্দা


বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, মানবতার শত্রু নেতানিয়াহু ও তার যুদ্ধাপরাধী সরকার গাজায় গণহত্যা চালিয়ে নিরীহ শিশু, নারী ও বৃদ্ধদের হত্যা করছে এবং বিশ্ব মানবতার কণ্ঠরোধ করতে ত্রাণ বহরেও হামলা চালিয়েছে।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) এক বিবৃতিতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় বহনকৃত মানবিক ত্রাণবাহী নৌযানে ইসরায়েলি দখলদার বাহিনীর নৃশংস হামলা ও বাধা প্রদানের ঘটনাকে মানবতার বিরুদ্ধে ঘৃণ্য অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন।
ডাঃ ইরান বলেন, সময় এসেছে বিশ্বের সকল মানবতাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার। ফিলিস্তিনের স্বাধীনতা এবং গাজার অবরুদ্ধ মানুষের মুক্তি আজ শুধু একটি জাতির দাবি নয়, বরং মানবতার মুক্তি ও ন্যায়বিচারের দাবি।
লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ ইরান গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় সাহসিকতার সাথে অংশগ্রহণকারী সকল মানবাধিকারকর্মী, শান্তিকামী ব্যক্তি ও সংগঠনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিশেষভাবে তিনি বাংলাদেশের পক্ষ থেকে ফ্লোটিলায় যোগ দেওয়া বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমকে অভিবাদন জানিয়েছেন।
ডাঃ ইরান আটক হওয়া সকল আন্তর্জাতিক মানবতাবাদী কর্মীর অবিলম্বে মুক্তি দাবি করেছেন এবং বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার।
তিনি বলেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত অবিলম্বে ইসরায়েলি হামলা ও গণহত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। অন্যথায় এই অমানবিক নৃশংসতা বিশ্ব শান্তি ও মানবতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।
বাংলাদেশ লেবার পার্টি বিশ্বের সকল মানবতাবাদী, শান্তিকামী ও স্বাধীনতাকামী শক্তিকে ফিলিস্তিনের ন্যায়সঙ্গত আন্দোলনের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছে এবং গাজায় চলমান গণহত্যা বন্ধের জোর দাবি জানাচ্ছি।
ভিওডি বাংলা/ এমএইচ