• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান

পাংশায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব সম্পন্ন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২ অক্টোবর ২০২৫, ০৮:১৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে। সারাদেশের ন্যায় রাজবাড়ীর পাংশায় বিজয়া দশমীর দিনে বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে বিভিন্ন নদী ও ঘাটে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন করা হয়।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) সকাল থেকেই মণ্ডপগুলোতে ভক্তদের সমাগম লক্ষ্য করা গেছে। তারা দেবীর পায়ে অঞ্জলি অর্পণ করে বিজয়ার জন্য প্রার্থনা করেন। এরপর বিকালে পাংশা উপজেলা উদযাপন পরিষদ পাংশা আদি মহাশ্মশানে প্রতিমা বিসর্জনের আয়োজন করেন।

বিকাল থেকেই বিসর্জন স্থলে বিভিন্ন মন্দির থেকে প্রতিমা নিয়ে যাওয়া হয়। এসময় বিভিন্ন বয়সের নারীরা সিঁদুর খেলায় মেতে ওঠেন।

পাংশা উপজেলায় এ বছর মোট ৯৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন ও প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

উৎসবকে ঘিরে উপজেলার বিভিন্ন এলাকায় ভক্ত-অনুরাগীদের ভিড়, ঢাকের বাজনা আর আনন্দোল্লাসে মাতে সনাতনীরা। ভক্তরা জানান, ধর্মীয় অনুশাসন মেনে অত্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা ও বিসর্জন সম্পন্ন হওয়ায় তারা সন্তুষ্ট।

পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস বলেন, “এ বছর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সহযোগিতায় অত্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।”

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানালেও আগামী বছরের পূজার জন্য অপেক্ষা শুরু হলো আজ থেকেই।

প্রতিমা বিসর্জন কার্যক্রমে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন, উপজেলা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রান্তোষ কুমার কুন্ডু, সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার পাল, সাধারণ সম্পাদক তমাল তরু পোদ্দারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সকল কার্যক্রম শেষে রাত ৮টায় প্রতিমা বিসর্জন আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধুপুরে সমাপনীর দিনে বিসর্জন ঘাট পরিদর্শনে- ইউএনও
মধুপুরে সমাপনীর দিনে বিসর্জন ঘাট পরিদর্শনে- ইউএনও
বাঁশখালীতে চুড়ান্তভাবে মনোনীত ১১ প্রার্থীকে প্রশাসনের মিষ্টিমুখ
বাঁশখালীতে চুড়ান্তভাবে মনোনীত ১১ প্রার্থীকে প্রশাসনের মিষ্টিমুখ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অস্ত্রসহ যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অস্ত্রসহ যুবক আটক