বাঁশখালীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পিপি


চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক।
বুধবার (২ অক্টোবর) দিনব্যাপী উপজেলার পুঁইছড়ি, চাম্বল, শীলকূপ ও পৌরসভার একাধিক পূজা মণ্ডপে তিনি উপস্থিত হয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পূজার শুভেচ্ছা বার্তা ও আর্থিক সহায়তাও পৌঁছে দেন।
পিপি রাজ্জাক বলেন, “বাংলাদেশ সকল ধর্মের মানুষের দেশ। এখানে ধর্মীয় সম্প্রীতি অটুট রাখতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার আজিম, কালিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোয়াইবুল ইসলাম কায়েস, সাধনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহিদুল হক চৌধুরী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বাহাদুর, উপজেলা যুবদল নেতা কায়সার, শাহেদ প্রমুখ।
ভিওডি বাংলা/ এমএইচ