মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত


মাদারীপুরের শিবচর পাঁচ্চর স্ট্যান্ডের নিকটে ট্রেনে কাটা পড়ে নাজমুল হোসেন হামিম (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২অক্টোবর ) সন্ধ্যা ৬ টার দিকে শিবচর উপজেলার পাঁচ্চর স্টান্ডের কাছে পদ্মা রেলস্টেশনের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিম গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বাগিয়া নামক গ্রামের জিয়াউর রহমান লাভলুর ছেলে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি ট্রেনের ধাক্কায় নাজমুল হোসেন হামিম (২৩) নামের যুবকটির মর্মান্তিক মৃত্যু হয়। এতে শরীর বিভিন্ন অংশ ক্ষত-বিক্ষত হয়ে যায়,দুই হাত এবং কোমর ভেঙ্গে যায়। ধারণা করা হচ্ছে,রেললাইন পাড় হবার সময় ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে।
খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে অবগত করেন।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভাঙ্গা রেলওয়ে জংশন হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে থানার সাব-ইন্সপেক্টর বলেন, আমরা খবর পেয়েছি।ঘটনাস্থলে আমরা টিমসহ অবস্থান করছি। বিভিন্নভাবে তার পরিচয় সনাক্তের চেষ্টা করেছি।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
ভিওডি বাংলা/ এমএইচ