দুই দিন ব্যাপি
কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম


সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাৎসব। এই উৎসব যাতে শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারে এবং আনন্দ ভাগাভাগি করার লক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শারদীয় দূর্গা মন্ডপ পরিদর্শন করলেন সাবেক সংসদ সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিঃ সহ-সভাপতি বিলকিস ইসলাম।
দুই দিন ব্যাপি-(মঙ্গলবার ও বুধবার) উপজেলার সব ইউনিয়নের মন্ডপ সমূহ পরিদর্শন করেন এবং যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার নির্দেশনা ও দেন। সনাতন ধর্মাবলম্বীদের সাথে পূজার যে আনন্দ তা ভাগাভাগি করেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
মন্দির পরিচালনা কমিটি ও সাধারণ দর্শকদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন, ফ্যাসিষ্ট হাসিনা বিগত সাড়ে ১৫ বছর সনাতন ধর্মীদের নিজের সম্পদ মনে করেছিল। আওয়ামী লীগের শিকল থেকে বের হয়ে আসতে হবে। আমাদের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না। ধর্ম যার যার উৎসব সবার। বিএনপি শাসনামলে সনাতন ধর্মাবলম্বী ভাইয়ের নিরাপত্তা জোড়দার করা হয়। সম্প্রীতির বাংলাদেশে সংখ্যালঘু বলে কোন শব্দ নাই। আমরা সবাই মানুষ। একে অপরের পরিপূরক।
তৃণমূল নেতাকর্মীর উদ্দেশ্যে সাবেক এই সাংসদ আরো বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক নিজ নিজ জায়গা থেকে নিরাপত্তা জোরদার করতে হবে এবং সতর্ক থাকতে হবে যাতে করে কেউ মব সৃষ্টি করতে না পারে। কোন কুচক্রী মহল শারদীয় উৎসবকে বাধাঁগ্রস্থ করতে না পারে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকলের সার্বিক সহযোগীতার আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন,সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল হক, দেলোয়ার হোসেন, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সিঃ সহ সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য আশরাফ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ভিওডি বাংলা/মোঃ মাইনুল হক/এম