মায়ের দোয়া নিয়ে খেলতে নেমেছিলাম: মারুফা


ছবি: এএফপি
চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাঘিনীরা। বল হাতে শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তরুণ পেসার মারুফা আক্তার। ম্যাচ শেষে নিজের সাফল্যের কৃতিত্ব দিয়েছেন মায়ের দোয়াকে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) কলম্বোতে সংবাদ সম্মেলনে মারুফা বলেন, “ম্যাচের আগে মাকে ভিডিও কল দিয়েছিলাম। তিনি সবসময় সূরা পড়ে আমার জন্য দোয়া করেন। বাবাকে দিতে পারিনি, উনি বাটন ফোন ব্যবহার করেন-বাটন ফোনে তো ভিডিও কল করা যায় না (হাসি)।”
ম্যাচের প্রথম ওভারেই দুই ইনসুইংয়ে সাজঘরে ফেরান পাকিস্তানের ওমাইমা সোহাইল ও ইনফর্ম সিদরা আমিনকে। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না পেরে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ১২৯ রানে। সহজ লক্ষ্য তাড়া করে ৭ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। এতে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে দলটি।
নিজের বোলিং পরিকল্পনা নিয়ে মারুফা বলেন, “শুরুতে চেষ্টা করেছি উইকেট-টু-উইকেট বল করতে। জানি আমার বল অনেক সুইং করে, তাই লাইন-লেন্থ ঠিক রাখার চেষ্টা করেছি। জ্যোতি আপুও (নিগার সুলতানা) আমাকে এটাই বলেছে।”
দলের সমর্থন নিয়েও কথা বলেন এই পেসার, “আমার ওপর সবাই অনেক ভরসা করে। যদি বাউন্ডারি খাই তবুও সবাই সাপোর্ট দেয়। আমি অনেক এক্সাইটেড। এটাই আমার জীবনের প্রথম বিশ্বকাপ। দুই মাস আগ থেকেই ঘুমাতে পারিনি-শুধু ভেবেছি কীভাবে ভালো করতে পারি, কীভাবে ম্যাচ উইনার হতে পারি।”
ভিওডি বাংলা/জা