খাগড়াছড়িতে বহাল ১৪৪ ধারা, জীবনযাত্রা স্বাভাবিক


খাগড়াছড়ি সদর ও গুইমারায় সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতার পরও এখনো বহাল রয়েছে ১৪৪ ধারা। তবে জনজীবন অনেকটাই স্বাভাবিক হচ্ছে। শুক্রবার (৩ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শহরে যানবাহন ও মানুষের চলাচল কিছুটা কম থাকলেও দোকানপাট খুলেছে।
জেলাজুড়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এর আগে গুইমারায় ১৪৪ ধারা ভঙ্গ, হামলা-অগ্নিসংযোগ ও তিনজন হত্যার ঘটনায় আলাদা দু’টি মামলা দায়ের করে পুলিশ। এছাড়া সদরেও সহিংসতার ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।
সম্প্রতি মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠার পর খাগড়াছড়ির পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেনাবাহিনী জানায়, ধর্ষণ ইস্যু ব্যবহার করে পাহাড় অশান্ত করার পরিকল্পনা ছিল। তবে নিরাপত্তা জোরদারের কারণে এখন অনেক এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয়দের দাবি, কঠোর নিরাপত্তা ও পুলিশের তৎপরতায় শহরের অনেক অংশে স্বাভাবিক জীবন ফিরতে শুরু করেছে। প্রশাসন বলছে, সজাগ নজরদারি অব্যাহত থাকবে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ভিওডি বাংলা/জা