কেন্দুয়ায় কিশোরের মর্মান্তিক মৃত্যু


নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নারকেল গাছে উঠতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিফাত (১৪) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালের দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিফাত ওই এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সিফাত বাড়ির পাশের একটি নারকেল গাছে উঠছিল। গাছের শাখা-প্রশাখার সঙ্গে ঘেঁষে থাকা বিদ্যুতের তারে অসাবধানতাবশত তার শরীর স্পর্শ করলে সে তীব্রভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়। মুহূর্তেই গাছ থেকে ঝুলে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়া মাত্রই ঘটনা’র স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সিফাতের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা আহাজারি করে ভেঙে পড়েছেন। গ্রামজুড়ে নেমে এসেছে শোকের মাতম।
ভিওডি/ এমএইচ