গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসকে রেডলাইন দেবেন ট্রাম্প


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েল সমর্থিত সর্বশেষ প্রস্তাব গ্রহণের সময়সীমা (‘রেডলাইন’) নির্ধারণ করবেন। হোয়াইট হাউজ এই সময়সীমা নতুন নাকি পূর্বঘোষিত, তা স্পষ্ট করেনি।
বৃহস্পতিবার (২ অক্টোবর) ফক্স নিউজের ‘আমেরিকা’স নিউজরুম’ অনুষ্ঠানে হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লিয়াভিট বলেন, প্রেসিডেন্টের পক্ষ থেকে এই রেডলাইন পালন করা হবে। তিনি আরও বলেন, “প্রেসিডেন্ট এবং তার দল ২০ দফার একটি বিস্তৃত পরিকল্পনা তৈরি করেছেন, যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।”
মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন, তিনি হামাসকে ২০ দফা প্রস্তাব গ্রহণের জন্য তিন থেকে চার দিন সময় দেবেন। ওই প্রস্তাবে হামাসকে নিরস্ত্র হওয়ার আহ্বান জানানো হয়েছে-যা এর আগে সংগঠনটি প্রত্যাখ্যান করেছে। হামাস বর্তমানে প্রস্তাবটি পর্যালোচনা করছে বলে বুধবার সংগঠনের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে।
ওই অনুষ্ঠানে লিয়াভিট আরও বলেন, এটি একটি গ্রহণযোগ্য পরিকল্পনা। আমাদের আশা এবং প্রত্যাশা, হামাস এই পরিকল্পনা গ্রহণ করবে।
সর্বশেষ প্রস্তাবে বলা হয়েছে, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা হবে। এছাড়া, হামাসের হাতে থাকা সব জিম্মিকে মুক্ত করে ইসরায়েলে আটক ফিলিস্তিনি বন্দিদের বিনিময় করা হবে।
প্রস্তাবে আরও রয়েছে, ধাপে ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল, হামাসকে নিরস্ত্র করা হবে এবং একটি আন্তর্জাতিক সংস্থার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে।
গত দুই বছরে প্রস্তাবিত বহু যুদ্ধবিরতি চুক্তিতে এই ধরণের ২০ দফার বক্তব্য অন্তর্ভুক্ত ছিল। তবে সেগুলি বিভিন্ন পর্যায়ে কখনও গ্রহণ এবং পরবর্তীতে প্রত্যাখ্যান করা হয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স
ভিওডি বাংলা/জা