ফ্রান্স নয়, আলজেরিয়ার জার্সি গায়ে লুকা জিদান


ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত হলেও খেলেছেন ফ্রান্সের হয়ে। এবার তার ছেলে লুকা জিদান ডাক পেলেন আলজেরিয়ার জাতীয় দলে। চলতি মাসে ফিফা বিশ্বকাপ বাছাইয়ে সোমালিয়া ও উগান্ডার বিপক্ষে মাঠে দেখা যাবে ২৭ বছর বয়সী এই গোলরক্ষককে।
ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেললেও সিনিয়র দলে সুযোগ পাননি লুকা। সম্প্রতি ফিফার অনুমতিতে জাতীয়তা বদল করে দাদা-দাদির দেশ আলজেরিয়ার হয়ে আন্তর্জাতিক ফুটবলে নাম লিখিয়েছেন তিনি। বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাডার হয়ে খেলছেন লুকা।
আলজেরিয়ার কাবাইলি অঞ্চল থেকে লুকার দাদা-দাদি ফ্রান্সে স্থায়ী হয়েছিলেন। সেই সূত্রেই বাবার মাধ্যমে আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি।
আগামী ৯ অক্টোবর সোমালিয়ার বিপক্ষে ও ১৪ অক্টোবর উগান্ডার বিপক্ষে ম্যাচের জন্য লুকাকে দলে নিয়েছে আলজেরিয়া। গ্রুপ জি-তে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। উগান্ডা চার পয়েন্ট পিছিয়ে আছে দ্বিতীয় স্থানে। বাকি দুই ম্যাচে একটি জয় পেলেই নিশ্চিত হয়ে যাবে আলজেরিয়ার আগামী বিশ্বকাপের টিকিট।
ভিওডি বাংলা/ আরিফ