সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ১১তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব


সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ১১তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২৫। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এ আয়োজন করে।
বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’- এই স্লোগানকে ধারণ করে তরুণ প্রজন্মের মেধা, মনন ও যুক্তিবোধকে আলোকিত করতে
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির মিলনায়তনে ছিলো যুক্তির মেলা, বিজ্ঞানের আলোচনায় মুখর। তরুণ শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছিলো পুরো প্রাঙ্গণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগম। জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সেমিফাইনালে অংশ নেয় চারটি প্রতিষ্ঠান- সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় এবং ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়। সেমিফাইনালের মঞ্চে যুক্তির তর্ক-বিতর্কে উন্মোচিত হয় শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা ও সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি।
বক্তারা বলেন- বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি এক অনন্য শিক্ষণপ্রক্রিয়া। এই উপলব্ধিই যেন শিক্ষার্থীদের চোখেমুখে দীপ্ত হয়ে উঠেছে। তারা বুঝিয়েছে, যুক্তির শক্তি মানুষকে আলোকিত করে, বিজ্ঞান মানুষকে মুক্তি দেয়।
ভিওডি/ এমএইচ