পাংশায় দাম্পত্য কলহে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা


রাজবাড়ীর পাংশায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) ভোররাতে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আত্মহননকারী গৃহবধূ একই গ্রামের আল-আমিন অরফে চুন্নুর স্ত্রী আল্পনা (২২)। দাম্পত্য জীবনে তাদের একটি নয় মাস বয়সী ছেলে সন্তান রয়েছে। গৃহবধূ আল্পনা আরও চার-পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে আল্পনা নিজ ঘরের আড়ার সাথে শাড়ির কাপড় দিয়ে ফাঁস নেন। তার স্বামী আল-আমিন শব্দ পেয়ে বিষয়টি টের পান এবং চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে কাঁচি দিয়ে শাড়ির কাপড় কেটে তাকে নামানো হলে তিনি মারা গেছেন বলে নিশ্চিত হন সবাই।
স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ কারণেই আল্পনা আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আল আমিন ও আল্পনা উভয়েরই এটি দ্বিতীয় সংসার। প্রথম সংসার থেকে দু’জনেরই সন্তান রয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন পাংশা মডেল থানার এসআই সাজ্জাদ হোসেন শাওন।
এ ব্যাপারে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
ভিওডি/ এমএইচ