• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

টাঙ্গাইলের স্বল্পমহেড়া-জামুর্কী সড়ক

সড়ক পাকা না হওয়ায় দুর্ভোগে লক্ষাধিক মানুষ

টাঙ্গাইল প্রতিনিধি    ৩ অক্টোবর ২০২৫, ০৩:১৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার স্বল্পমহেড়া-জামুর্কী দুই কিলোমিটার কাঁচা সড়কের জন্য দুর্ভোগে তিন উপজেলার লক্ষাধিক মানুষ। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হওয়ার এতোবছর পরও গ্রামীণ এ কাঁচা সড়ক পাকাকরণ না হওয়ায় বদলায়নি মহেড়া ও জামুর্কী ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার অতিপ্রয়োজনীয় এ সড়কের চিত্র। বেহাল এ কাঁচা সড়কটির কারণে বর্ষা মৌসুমে এ অঞ্চলের লক্ষাধিক মানুষের ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ বেশি। 

জানাগেছে, বৃটিশ শাসনামলের আগে সড়কটি নির্মিত হলেও স্বাধীন বাংলাদেশে একবারের জন্যও এ সড়কে উন্নয়নের ছোঁয়া লাগেনি। অথচ বৃটিশ আমল থেকে মির্জাপুরে ১৮৯০ এর দশকে নির্মিত মহেড়া জমিদার বাড়িতে ১৯৭২ সালে আঞ্চলিক পুলিশ প্রশিক্ষণ স্কুল প্রতিষ্ঠিত হয়- যা বর্তমানে পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) নামে পরিচিত। জেলার মির্জাপুর, বাসাইল ও দেলদুয়ার উপজেলা থেকে পিটিসিতে যাতায়াতের একমাত্র এই সড়ক। বৃটিশ আমলের পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যে সরকারই ক্ষমতায় এসেছে স্থানীয় নেতারা শুধু প্রতিশ্রুতি দিয়েছে। সড়কটির কোন সরকারের আমলেই উয়ন্ননের কাজ কাজ করেনি বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

মহেড়া জমিদার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের একটি ঐতিহাসিক স্থাপত্য। ১৮৯০ দশকের কাছাকাছি সময়ে স্পেনের করডোভা শহরের আদলে নির্মিত ভবনগুলোর নির্মাণশৈলী রোমান, মোঘল, সিন্ধু খেকুদের সাথে মিল রেখে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়। বর্তমানে এটি পুলিশ ট্রেনিং সেন্টার এবং বাংলাদেশের অন্যতম একটি সংরক্ষিত জমিদার এস্টেট হিসেবে পরিচিত। মহেড়া জমিদার বাড়ি সভ্যতা আর ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন। বর্তমানে বিনোদনের উত্তম পিকনিক স্পট এ জমিদার বাড়ি। অনিন্দ্য সুন্দর কারুকার্য আর বিশাল মহলগুলো আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। সারাদেশ থেকে প্রতিদিন শ’ শ’ মানুষ ভিড় জমায় ওই জমিদার বাড়ি  দেখতে। স্বল্পমহেড়া ও জামুর্কী গ্রামের ওই সড়কের বেহাল দশার কারণে স্থানীয় ও দর্শনার্থীরা প্রায় পাঁচ কিলোমিটার ঘুড়ে পিকনিক স্পটে আসতে বাধ্য হয়। 

স্থানীয়রা জানায়, কড়াইল, ভাতকুড়া, ছাওলিমহেড়া, আদাবাড়ি, জামুর্কী, গোড়ান, সাঁটিয়াচড়া, গনুটিয়া, ধল্ল্যা, বানিয়ারা গ্রামের লাখ লাখ মানুষের যাতায়াতের এ সড়কটি সংস্কার করা খুবই প্রয়োজন। বাসাইল, দেলদুয়ার ও মির্জাপুর এ তিন উপজেলার লোকজন এই সড়ক দিয়ে জামুর্কী হাটে ও স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াত করে থাকেন। কিন্তু সড়কের বেহাল দশা থাকার কারণে মানুষ এ সড়কে চলাফেরা প্রায় বন্ধ করে দিয়েছেন। অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে দুর্ভোগের শেষ থাকে না। এ সড়কের বেহাল অবস্থার কারণে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রেও পিছিয়ে পড়েছে এ এলাকা। এছাড়া স্বল্পমহেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাফিজিয়া মাদ্রাসা, এবতেদায়ী মাদ্রাসা, গবড়া গ্রামবাংলা টেকনিক্যাল কলেজ, মহেড়া আনন্দ উচ্চ বিদ্যালয়, ছাওয়ালী ভাতকুড়া আছম বেগম কুন্ডেশরী বালিকা বিদ্যালয়, জামুর্কী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামুর্কী নবাব স্যার আব্দুল গণি বহুমুখী উচ্চ বিদ্যালয়, ডুবাইল জাগরণী সমাজ কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, ডুবাইল হাফিজিয়া মাদ্রসা ও এতিমখানা রয়েছে। এইসব শিক্ষা প্রতিষ্ঠানে কয়েক হাজার ছাত্র-ছাত্রী পড়াশুনা করে। আধুনিক যুগে এসেও এভাবে কাঁদা মাড়িয়ে চলায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, বারবার আশ্বাস দিলেও কথা রাখেননি জনপ্রতিনিধিরা। সামান্য বৃষ্টিতে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে কোমলমতি শিক্ষার্থীসহ কৃষি পণ্য শহরে নিতে ভোগান্তিতে পড়ে এ অঞ্চলের মানুষ।

ভ্যান চালক নরু মিয়া জানান, এই রাস্তা দিয়ে সকাল-বিকাল তাদের যেতে হয়। বেশি সমস্যা হয় বৃষ্টির সময়। যখন খালি গাড়ি থাকে তখন আরও কষ্ট হয়। কারণ মানুষের সাহায্য ছাড়া এই রাস্তা দিয়ে যাওয়া যায় না। আর যা আয় করেন তার চেয়ে দ্বিগুণ খরচ করতে হয় গাড়ির পেছনে। বাপ-দাদার আমল থেকে দেখে আসছেন এই রাস্তা। তাদের এইটাই চাওয়া এই রাস্তাটা সরকার যেন দ্রুত পাকা করে দেয়। 

স্টার একাডেমি স্কুলের গাজী ফাহিম ও অহেদ নামে অষ্টম শ্রেণির শিক্ষার্থী বলেন, আমাদের স্কুলেই প্রায় ৭-৮শ’ ছাত্র-ছাত্রী। এছাড়া আরও স্কুল-মাদ্রাসা আছে। এর মধ্যে আমাদের মতো অনেক ছাত্র-ছাত্রী এই সড়ক দিয়ে স্কুল-মাদ্রাসায় যায়। সবচেয়ে বেশি কষ্ট হয় বৃষ্টি ও বর্ষার সময়। খুবই খারাপ অবস্থার পরিবেশ সৃষ্টি হয়। অন্য সড়ক দিয়ে গেল ৫ কিলোমিটার ঘুরে যেতে হয়- তখন আমরা স্কুলে সময় মতো পৌঁছতে পারিনা। 

জামুর্কী নবাব স্যার আব্দুল গণি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদেক আলী মিয়া বলেন, আমি এই গ্রামের সন্তান। আমি জন্ম থেকে দেখছি রাস্তার কোন উন্নয়ন নেই। আশপাশের গ্রামসহ তিন থানার লোক এ রাস্তায় চলাচল করে। শিশুদের লেখাপড়া, কৃষিকাজ, ফসল আনা-নেওয়া, গ্রাম থেকে শহরে যেতে নানাভাবে ভোগান্তিতে পড়তে হয়। একটু বৃষ্টিতে হাঁটু পরিমাণ কাঁদা মাড়িয়ে চলতে হয় মানুষকে। কাঁচা সড়কের বেহালদশার কারণে শিক্ষার্থীদের স্কুলে আসতে নানা সমস্যায় পড়তে হয়। 

এ বিষয়ে টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান জানান, মির্জাপুর উপজেলার স্বল্পমহেড়া-জামুকী সড়কের দুই কিলোমিটার কাঁচা অংশ এলজিইডির আইডি ভুক্ত করা হয়েছে। ডিপিবি কার্যক্রম চলমান রয়েছে- আশা করা যায়, খুব দ্রুতই ডিপিবি প্রকল্পের মাধ্যমে রাস্তাটির পাকাকরণের কাজ বাস্তবায়ন করা হবে।

ভিওডি/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহী মোহনপুরে ড্রাগন চাষে সফলতার দুয়ার
রাজশাহী মোহনপুরে ড্রাগন চাষে সফলতার দুয়ার
সম্ভাবনার আরেক নাম নবাবগঞ্জের দীঘিপাড়া কয়লা খনি
সম্ভাবনার আরেক নাম নবাবগঞ্জের দীঘিপাড়া কয়লা খনি
পাংশায় দাম্পত্য কলহে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা
পাংশায় দাম্পত্য কলহে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা