রাজশাহী মোহনপুরে ড্রাগন চাষে সফলতার দুয়ার


রাজশাহীর মোহনপুরে বিদেশি ফল ড্রাগন চাষ করে সফলতা পেয়েছেন তৈয়বুর রহমান মৃধা। তিনি উপজেলার কেশরহাট পৌর সভার ধামিন নওগাঁ মহল্লায় প্রথমে ২ বিঘা জমি লিজ নিয়ে ড্রাগনের চাষাবাদ শুরু করেন। এখন তিনি প্রায় ৮ বিঘা জমিতে ড্রাগন চাষ করছেন। এক বছরের মাথায় থোকায় থোকায় শোভা পাচ্ছে সুস্বাদু, রসালো, রঙ্গিন, সুমিষ্ট ড্রাগন ফল।
পশুপাখির হাত থেকে রক্ষা পেতে সমস্ত বাগান সবুজ নেটে ঘিরে রেখেছেন। এ বাগানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে স্থানীয় যুবকদের। জমি লীজ, সার,বীজ, কীটনাশক, শ্রমিকের মজুরী অন্তে তিনি এখান থেকে ১০/১২ লক্ষ টাকা লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক ৫/৭ জন শ্রমিক নিয়মিত বাগানে কাজ করেন। পাঁচ শত টাকা মজুরীতে তাদের সংসার ও ছেলে-মেয়েদের পড়াশোনা চলে। ক্ষুদ্র ব্যবসায়ী আসাদুল্লাহ জানিয়েছেন, তিনি সরাসরি বাগান থেকে পাইকারী দরে ড্রাগন ফল ক্রয় করে কেশরহাট, মোহনপুর, নওহাটা সহ স্থানীয় বাজারে খুরচা দরে বিক্রয় করে লাভবান হন।
মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুল ইসলাম জানান, আমরা কৃষকদের প্রশিক্ষণ সহ সার্বিক ভাবে সহযোগিতা করে থাকি।
ভিওডি/ এমএইচ