• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

পার্বত্য অঞ্চলকে অশান্ত করে হিন্দুস্তানি আওয়ামী খোয়াব পূরণ হবে না- জাগপা

নিজস্ব প্রতিবেদক    ৩ অক্টোবর ২০২৫, ০৩:৩৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান বলেছেন, আমাদের দেশের পার্বত্য অঞ্চলকে অশান্ত করে দেশের শান্তি শৃংখলা ধ্বংস করতে চায় হিন্দুস্তান। সীমান্ত দিয়ে নকল জাল নোট প্রবেশ করানো হচ্ছে। বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানানোর জন্য তারা যে কোন মূল্যে খুনি হাসিনাকে পুনর্বাসন করতে চায়। দেশের তৌহিদী জনতা প্রস্তুত আছে, পার্বত্য অঞ্চলকে অশান্ত করে হিন্দুস্তানি আওয়ামী খোয়াব পূরণ হবে না। 

তিনি বলেন, ভারত যখন তাদের নিরাপত্তার প্রয়োজনে সীমান্তের পাহাড়ি এলাকা গুলোতে অতিরিক্ত সেনা ক্যাম্প বসিয়েছে তখন আমার দেশের সীমান্ত অরক্ষিত কেন? দেশবাসী জানতে চায়, কাদের ইশারায় কোন সংস্থাকে খুশি করার জন্য পার্বত্য অঞ্চলে এখনো পর্যাপ্ত সেনা ক্যাম্প বৃদ্ধি করা হয়নি? 

‎‎জুলাই সনদের আইনি ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের কতিপয় ভারতপন্থী সুশীলদের কারণে জুলাইয়ের আইনি ভিত্তি চূড়ান্ত করা বাঁধাগ্রস্থ হচ্ছে। একই সাথে জুলাই সনদের আইনি ভিত্তি  অন্তর্বর্তী সরকারের কতিপয় উপদেষ্টার সাম্প্রতিক কর্মকান্ড সন্দেহজনক মনে হচ্ছে। অবিলম্বে জুলাই শহীদদের সাংবিধানিক স্বীকৃতি এবং  আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে। 

শুক্রবার (০৩ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাগপা ঢাকা মহানগর আয়োজিত, জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭দফা দাবীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর জাগপা সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম হাসু বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের সাথে বেইমানি করা যাবে না। জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের দোসরদের বিভিন্ন ষড়যন্ত্রকে রুখতে হবে। হিন্দুস্তানের সাথে শেখ হাসিনার সকল অসম চুক্তি বাতিল করতে হবে।  

জাগপা ঢাকা মহানগর সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম হাসুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাব্বির আলম এর পরিচালনায় বক্তব্য রাখেন শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, যুব জাগপার সাধারণ সম্পাদক ইঞ্জি. মুহাম্মদ সিরাজুল ইসলাম, ঢাকা মহানগর জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম প্রমুখ।

ভিওডি/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাষাসৈনিক আহমেদ রফিকের মৃত্যুতে লেবার পার্টির শোক
ভাষাসৈনিক আহমেদ রফিকের মৃত্যুতে লেবার পার্টির শোক
ফ্লোটিলায় ইসরায়েলি হামলার প্রতিবাদে লেবার পার্টির নিন্দা
ফ্লোটিলায় ইসরায়েলি হামলার প্রতিবাদে লেবার পার্টির নিন্দা
উন্নত দেশ গড়তে সরকারের সঙ্গে কাজ করতে হবে : শিমুল বিশ্বাস
উন্নত দেশ গড়তে সরকারের সঙ্গে কাজ করতে হবে : শিমুল বিশ্বাস